“Online Income BD 2023” টাইটেল দিয়ে যেহেতু এই ব্লগ আর্টিকেল লিখছি। সেহেতু আজ আমরা Online Income bd payment bkash এর কিছু ওয়েবসাইট নিয়ে কথা হবে।

আরো বেশ কিছু অনলাইন ইনকাম উপায় দেখাবো। আপনি যেহেতু এই ব্লগ পড়তেছেন তাই আমি ধরেই নিচ্ছি। আপনি অনলাইন এ ইনকাম করতে বেশ আগ্রহী।

এবং এর আগেও এমন ব্লগ পড়েছেন। বা youtube এ ভিডিও দেখেছেন। Online Income bd লিখে যদি google.com বা youtube.com এ সার্চ দিলে যে ব্লগ বা ভিডিও আসে।

সেগুলোর প্রায় সব গুলোই ফেক বা payment পাওয়া যায় না। হাতে গোনা কয়েক জন মানুষ এমন ভিডিও তৈরি করে। যা থেকে মানুষের উপকার হয়।

সে কথা থাক, আজ Online Income এর খুঁটিনাটি নিয়ে কথা বলি।

বাংলাদেশের অনেকেই এখন online থেকে মাসে 1,000 একে 2,500 ডলার ইনকাম করতেছে। কেউ কেউ তো আবার এর থেকেও বেশী ইনকাম করতেছে।

তো আপনি কে এখনো শুরু করতেছেন না? আজকেই যে কোন একটা Online Income method বেছে নিবেন। এর পর নিয়মিত কাজ শুরু করে দিবেন।

আশা করি আপনিও অনলাইন কে ইনকাম এর উৎস হিসেবে নিতে পারবেন। শুধু সময় দিয়ে কাজ করতে হবে।

 

 

I will show you some more online income websites.  You are very interested in earning online.

Or watched videos on YouTube. If you simply search on google.com or youtube.com by writing “Online Income bd” the blog or video that comes up.

Almost all of them are fake or payment is not available. A handful of people make such videos. From which people benefit.

Ok, Let’s talk about the details of Online Income today.

Many people in Bangladesh are now earning 1,000 to 2,500 dollars a month online. Choose any online income method today. Just have to work with time.

 

Table of Contents

{getToc} $title={Table of Contents}

অনলাইন এ দিনে  500 টাকা ইনকাম সম্ভব?

Online Income BD 2023

 

হ্যা, আসলে অনলাইন থেকে দিনে 500 টাকার বেশি ও আয় করা সম্ভব। বাংলাদেশে বসেই অনেকেই তা করে।

আমার পরিচিত অনেকেই করে। তবে এক দিনেই এটা সম্ভব হয় নি। অনেক চেষ্টার পর দিনে 500 টাকা কেন? কেউ কেউ ঘন্টায় 500 ইনকাম করে। আপনিও যদি perfect প্ল্যান এর মাধ্যমে শুরু করেন। আপনিও পারবেন ইনশাল্লাহ।

 

মোবাইল দিয়ে কি ইনকাম করা যাবে?

হুম, মোবাইল দিয়ে ইনকাম শুরু কারা যাবে। তবে প্রফেশনাল কাজ করার জন্য laptop বা pc লাগবে। আপনি মোবাইল দিয়েই শুরু করুন।

যখন ইনকাম শুরু হবে তখন laptop কিনবেন। তাহলেই হবে।

 

How can you start online income bd 2023 ?

অনলাইন এ ইনকাম করার জন্য আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে তাহলেই হবে। তবে যদি laptop বা pc থাকে তাহলে সব থেকে ভালো হয়।

আর অবশ্যই যেটা লাগবে সেটা হলো ভালো ইন্টারনেট কানেকশন। Online Income করতে হলে তো আপনার ডিভাইস এ Internet কানেকশন থাকতেই হবে। তাই না? আর হ্যা Online এ passive income করতে হলে আপনার সময় দিয়ে। আর ধৈর্য ধরে কাজ করতে হবে।

 

online income in bangladesh without invest

কোন রকম ইনভেস্ট না করে ইনকাম করা সম্ভব নয়। কিছু না কিছু হলেও ইনভেস্ট করতেই হবে। সেটা হতে পারে আপনার টাকা বা সময় কিংবা হতে পারে আপনার স্কিল।

সময় বা স্কিল invest করাকে আমরা invest হিসেবে ধরবো না। টাকা পয়সা ইনভেস্ট না করেও বেশ ভালো ইনকাম করা যায়।

 

Online income in bangladesh without invest:

  1. Blogger এ blog লিখে আপনি কোনো ধরনের ইনভেস্ট ছারা টাকা ইনকাম করতে পারেন।
  2. Youtube এ ভিডিও তৈরি করে without investment online taka income করতে পারবেন।
  3. হাতে তৈরি প্রোডাক্ট বিক্রি করে without investment online income bd করতে পারেন।
  4. Facebook এ ভিডিও আপলোড করেও ইনকাম করতে পারেন। কিংবা ফেসবুক এ বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে পারেন। কোন কোন প্রোডাক্ট বিক্রি করবেন তা নিজেই সিলেক্ট করুন। আমি সুধু বলে রাখি যে without investment ফেসবুকে প্রোডাক্ট বিক্রি করতে পারেন।
  5. বাংলাদেশী কিছু micro job site আছে ঐ সব সাইট এ কাজ করতে পারেন।

 

নিজের ওয়েবসাইট থেকে

ওয়েবসাইট থেকে ইনকাম করা সব থেকে smart উপায়। নিজে যদি ওয়েবসাইট তৈরি করতে পারেন তা হলে সব থেকে ভালো হয়।

আর তাও সম্ভব না হলে বিভিন্ন মার্কেট প্লেস থেকে ওয়েবসাইট কিনে নিতে পারেন। নিজের ওয়েবসাইট থেকে যে ইনকাম হয় তা সম্পূর্ণই নিজের থাকে। তাই এই amount ও হয় সব থেকে বেশি।

যাই হোক, একটা ওয়েবসাইট থেকে কি পরিমান ইনকাম হয়। এবং কি ভাবে ইনকাম হয় তা জেনে নেই।

  1. Google adsense থেকে ইনকাম। আমাদের দেশের বেশিরভাগ ওয়েবসাইট ওনার Google adsense থেকেই ইনকাম করে। Online Income bd দেশে বসে ইনকাম করতে পারেন।
  2. Affiliate marketing করে ইনকাম। নিজের যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে ঐ সাইট এর নিশ রিলেটেড প্রোডাক্ট এর affiliate করতে পারেন। আমার একটা health and beauty নিশ এর ওয়েবসাইট আছে। সেখানে আমি affiliate marketing করি।
  3. নিজের প্রোডাক্ট বিক্রি করা। affiliate marketing থেকেও smart উপায় হলো। নিজের তৈরী প্রোডাক্ট নিজের ওয়েবসাইট এ বিক্রি করা। বিভিন্ন সময়ে দেখবেন ওয়েবসাইট এর মালিক রা কোর্স বা এই জাতীয় প্রোডাক্ট তৈরি করে বিক্রি করেছে।

 

ফ্রিল্যান্সিং করে ইনকাম করুন

বাংলাদেশ এর ফ্রিল্যান্সারা প্রতি বছর প্রায় 500 মিলিয়ন ডলার দেশে আনছে। আপনিও চাইলে তাদের মধ্য একজন হতে পারেন।

শুধুমাত্র প্রয়োজন আপনার প্রবল সংকল্প। ফ্রিল্যান্সিং করে ইনকাম করার জন্য আপনার সব থেকে আগে একটা নির্দিষ্ট skill শিখতে হবে। কোন skill শিখবেন তা আমি বলে দিব না।

কারণ আমার বলা স্কিল আপনার ভাল নাও লাগতে পারে। সবার পছন্দ আলাদা। তাই আপনি যা করতে মজা পান তাই করুন। fiverr.com এ গিয়ে দেখে আসুন, কোন কোন ফিল্ড এ কেমন কাজ পাওয়া যায়।

  

আর্টিকেল লিখে ইনকাম-Online Income BD 2023

আমার এই সাইটেই একটা সম্পূর্ণ আর্টিকেল আছে। কি কি উপায়ে আর্টিকেল লিখে টাকা উপার্জন করা যায় এই নিয়ে।

এই জন্য এখানে আর বিস্তারিত বলতে যাচ্ছি না। ঐটা পড়লেই বুঝতে পারবেন। আর্টিকেল এর মার্কেট কত বড়।

 

আর্টিকেল লিখে ইনকাম করার সাইট

  1. টেকটিউনস
  2. জে আইটি
  3. অর্ডিনারি আইডি
  4. HoiChoi বাংলা
  5. পরিবর্তন
  6. গ্রাথার
  7. ইনকাম টিউনস
  8. বেসকাডিয়া

 

online earning site Bangladesh

Online income bd site গুলোর মধ্যে এমন অনেক সাইট আছে। যারা নিয়মিত payment করে।

সেই সব সাইট খুজে বের করতে হবে। যারা নির্ভর যোগ্য। যেখানে কাজ করতে পারেন।

 

Online earning site Bangladesh

  1. Workupjob
  2. SproutGigs
  3. Micro job

 

এছাড়াও বেশ কিছু online income bd website আছে। তবে এই গুলো তে আমি নিজেও কাজ করি। এই কারণে এগুলোর নাম বললাম।

ইন্টারনেট এ খোঁজ খবর করলেই আরো সাইট পাবেন। ভালো করে জেনেশুনে কাজ করার পরামর্শ রইল।

 

 

Amazon affiliate marketing করে ইনকাম করুন- Online Income BD 2023

Make money online bd নিয়ে কথা বললে Amazon affiliate এর কথা আসবেই। affiliate marketing নিয়ে অনেক অনেক ভিডিও আর্টিকেল আছে।

পরামর্শ থাকবে এই বিষয়ে youtube এ ভালোভাবে জেনে নিবেন। একটা সুন্দর plan করে এগোতে হবে। তা না হলে success হওয়ার সম্ভাবনা কমে যাবে।

  

স্ক্যাম থেকে দুরে থাকুন

 

Online Income BD 2023
এই আর্টিকেল লেখার ঠিক আগে আমি google এ গিয়ে সার্চ করলাম “ online income bd “ লিখে।

এর পর 8-10 টা ওয়েবসাইট খুলে নিয়ে পড়তে থাকলাম। রিসার্চ করার উদ্দেশ্য।

আমি অবাক হয়ে দেখলাম বেশীরভাগ সাইটেই এমন কিছু লিখেছে যা আসলে মানুষ ঠকানো। দালালি কথা বার্তা। আবার youtube এ সার্চ করে তো আরো বোকা সাজতে হলো। প্রায় সব ফেক। টাকা নিয়ে ভিডিও তৈরি করে অন্যকে বোকা বানাচ্ছে।

আমার অনুরোধ থাকবে আপনি যেখান থেকে info কালেক্ট করেন না কেন। তা নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করবেন।

 

অনলাইন ইনকাম এর কমন ভুল গুলো-Online Income BD 2023

আমরা সুধু সহজে ইনকাম করার পথ খুঁজে বেড়াই। আসলে এমন কোন উপায় নেই যে আপনি খুব সহজে সটকাটে টাকা ইনকাম করতে পারেন।

যারা youtube এ বলছে যে account করলেই 500 টাকা বোনাস, আরো হাবিজাবি। তাদের কমেন্ট এ যেয়ে দেখবেন যে সবাই কি বলছে। আর নিজের বিবেকের বিচার দিয়ে ভাবে কাজ করবেন। যে কেউ বলল আর কাজ করলাম। এমন করা ঠিক না।

আমরা অনেকেই এমন করে যখন payment পয়েন্ট না। তখন বলে online ইনকাম ভুয়া।