Online taka Income upay. অনলাইন টাকা ইনকাম উপায়। অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশ 2023
নিয়ে অনেকেই জানতে ইচ্ছুক। এমন কিছু টাকা ইনকাম (Online taka Income) করার উপায় বলবো যাতে আপনার অনেক বেশী কাজ না করতে হয়।
পড়াশোনার পাশাপাশি বা অন্যান্য কাজের পাশাপাশি এ কাজ গুলো করে আপনি অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম Online taka Income করতে পারবেন।
তবে এই কাজ গুলো করার জন্য আপনাকে একটু সময় ও ধৈর্য দিতে হবে। আজ আপনি যে যে উপায় সম্পর্কে জানতে চলেছেন তা এর আগে অনেকেই করছে তারা ইনকাম করছে। তাই কেনশন নেওয়ার কোন দরকার নেই।
তো চলুন জেনে নেওয়া যাক অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশ। এখানে অনেক গুলো টাকা ইনকাম ( Online taka Income ) এর উপায় বলা হয়েছে। সব গুলো করতে যাবেন না। সম্পূর্ণ আর্টিকেল পড়ে, সব বাংলাদেশ থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে ভালো করে জেনে এর পর একটা কাজ মনোযোগ দিয়ে করবেন।
সব কাজ করতে গেলে কোনটাই করে উঠতে পারবেন না। যেটা আপনার ভালো লাগে যেটা করতে আপনি ইচ্ছুক বা আপনার ভালো লাগবে সেটা করবেন।
আর কথা বেশী না বাড়িয়ে শুরু করি।
Table of Contents
{getToc} $title={Table of Contents}
অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশ – Online taka Income
আপনি হয়তো অনেকের মুখে শুনেছেন অনলাইন থেকে টাকা ইনকাম ইনকাম ( online taka income ) করার কথা। তারা অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করছে। কিন্ত কি করে অতো টাকা ইনকাম ( Online taka Income ) করছে তারা সেটা জানতে পারছেন না। কেউ সেটা বলছে না।
আপনাকে টাকা ইনকাম করতে চাইলে পরিশ্রম করতেই হবে। পরিশ্রম ছারা টাকা ইনকাম করা সম্ভব নয়। আপনি কোন ভাবেই পরিশ্রম করা ছারা আনলিমিটেড টাকা ইনকাম ( Online taka Income ) করতে পারবেন না। যে কোন কাজ করতে জান না কেন আপনাকে পরিশ্রম করতেই হবে।
অনলাইন থেকে টাকা ইনকাম করতে গেলেও এর ভিন্ন হবে না। এখানেও আপনাকে পরিশ্রম করতে হবে। তবে সেটা শারীরিক পরিশ্রম না অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে হলে আপনাকে মানসিক পরিশ্রম করতে হবে।
শুধু মাত্র কম্পিউটার নিয়ে ঘরে বসে থাকলেই হবে না। কাজ করতে হবে। আবার পরিশ্রম করতে হবে দেখে যে আপনি শুধু পরিশ্রম করে যাবেন তা নয়। আপনাকে বুঝতে হবে কোন জায়গাতে পরিশ্রম করলে কাজ হবে।
এখন কথা আসছে আমরা তাহলে কি করবো বা কোন কাজ করবো। আমি এই আর্টিকেল এ অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার উপায় ( Online taka Income ) বলে দিচ্ছি। এর মধ্যে থেকে যেটা করতে আপনার ভালো লাগবে বা যে কাজ করলে কখনো বোরিং হবেন না সেটা মনোযোগ দিয়ে তিন মাস করবেন। এর পর আপনার টাকা ইনকাম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ।
Online Taka Income Upay 2023
দেখুন অনলাইন এ যদি আপনি সঠিক রাস্তা বেছে নেন তাহলে আপনার ইনকাম হবেই। অনেকে আছে তারা মনে করে আজ আমি অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকামকরার উপায় নামের একটা আর্টিকেল পড়েছি কাল থেকেই আমার আনলিমিটেড টাকা ইনকাম ( Online taka Income ) শুরু হয়ে যাবে।
আসলে বিষয়টা এমন না, এর জন্য কষ্ট করতে হয় ধৈর্য ধরে কাজ করতে হয়। তার এর এক সময় টাকা আসতে শুরু করে। এর পর আর পেছন ফিরে তাকাতে হয় না।
আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যে কাল থেকেই অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে চান তাহলে আপনার জন্য এই আর্টিকেল না। আপনি youtube এ গিয়ে কারো একটা ভিডিও দেখে একটা অ্যাপ ডাউনলোড করে অ্যাড এ ক্লিক করতে থাকুন।
এই আর্টিকেল তাদের জন্য যারা আসলেই অনলাইন থেকে টাকা ইনকাম করতে চায়। একটু কষ্ট করে হলেও দৈর্ঘ্য সময়ের জন্য টাকা ইনকাম ( Online taka Income ) করতে চায়।
ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম- Online taka Income
ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করার কথা হয়তো আপনি এর আগেও শুনেছেন। আপনার আশে পাশে খোঁজ করলে দেখতে পাবেন এমন অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং করে মাসে লক্ষ টাকা ইনকাম করছে।
আমরা তাদের ফ্রিল্যান্সিং করে লক্ষ টাকা ইনকামের গল্প শুনেছি। কিন্তু আমরা জানি না তারা কোন সেক্টর নিয়ে কাজ করছে। বা কি স্কিল দিয়ে তারা উপার্জন করছে। এখন এমন অনেক সম্ভাবনাময় সেক্টর তৈরি হয়েছে যেখানে কাজ করে আপনি সফল ফ্রিল্যান্সার হতে পারবেন।
ফ্রিল্যান্সিং কি?
এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং হলো যে কোন কাজের উপর দক্ষতা অর্জন করে সেটা অনলাইন এর মাধ্যমে ক্লায়েন্ট কে দিয়ে তার বিনিময়ে পারিশ্রমিক নেওয়া।
এটা অনেকটাই চাকরির মতোই বলা যায়। কিন্ত এর কোন সময়সীমা নেই, নির্দিষ্ট বস নেই। এটাকে মুক্ত পেশা বলা যায়।
ফ্রিল্যান্সিং করতে কি লাগে?
যে কেউ আজ চাইলে কাল ফ্রিল্যান্সার হতে পারে না। একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনাকে একটা নির্দিষ্ট ফিল্ডে দক্ষতা অর্জন করতে হবে। অনলাইন এ চাহিদা আছে এমন যে কোন কাজে আপনি দক্ষতা অর্জন করলে আনলিমিটেড টাকা ইনকাম ( Online taka Income ) করতে পারবেন।
আপনি যদি কিছু করতে না পারেন তাহলে যেমন কেউ আপনাকে চাকরি দিবে না। তেমনি আপনার যদি আপনার যদি কোন স্কিল না থাকে তাহলে আপনাকে কেউ হায়ার করবে না। আপনি যদি নির্দিষ্ট একটা টপিক এ expert হতে পারেন তাহলে আপনার চাহিদা কখনো কমবে না।
ফ্রিল্যান্সিং এ ভালো করার জন্য স্কিল এর পাশাপাশি আরও কিছু বিষয়ে জানা থাকতে হবে। যেমন ইংরেজী ভাষা না জানলে আপনি কখনো কারো সাথে কথা বলতে পারবেন না।
ইংরেজী তে খুব বেশী expert হতে হবে এমন না। তবে কথা বলার মতো বা ক্লায়েন্ট কে বোঝানোর মতো ইংরেজী জানা থাকলে কাজের গতি বেরে যায়।
Communication skill থাকা জরুরি, কখন কিভাবে কথা বলবেন। কি বললে আপনি কাজ পাবেন সেটা জানা থাকলে বা সুন্দর করে কথা বলতে পারলে যে কোন কাজ পাওয়ার সম্ভাবনা বেরে যায়।
এসব বিষয় একা নিজে নিজে শেখা সম্ভব নয়। ফ্রিল্যান্সিং ভালো করে শিখতে হলে আপনার অবসই একটা গাইড লাইন থাকতে হবে। ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনি টেন মিনিট স্কুল এর গাইড লাইন ফলো করতে পারেন।
যে সব স্কিল শিখতে পারেন-
- ওয়েব ডিজাইন
- ওয়েব ডেভেলপমেন্ট
- গ্রাফিক্স ডিজাইন
- সফটওয়্যার ডেভেলপমেন্ট
- ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন
- ভিডিও এডিট
- ফটো এডিট
- পাওয়ার পয়েন্ট
- ডিজিটাল মার্কেটিং
এছাড়াও 1500 এর বেশী স্কিল আছে। যেগুলোর কোন একটা শিখে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন।
ব্লগিং করে টাকা ইনকাম – Online taka Income
ব্লগিং বা আর্টিকেল লিখে অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন। আপনি এখন আমার ওয়েবসাইট থেকে এই আর্টিকেল পড়ছেন, কারণ আমি এই আর্টিকেল লিখে প্রকাশ করেছি।
এভাবে আপনি ওয়েবসাইট তৈরি করবেন সেখানে এমন কন্টেন্ট পাবলিশ করবেন। এভাবে অনেক বেশী টাকা ইনকাম করা সম্ভব ।
ব্লগিং শুরু করা বিষয়ে আমার একটা বিস্তারিত সুন্দর আর্টিকেল আছে। ব্লগিং করে অনলাইন থেকে টাকা ইনকাম ( Online taka Income ) করার জন্য ওটা পড়ুন।
ব্লগিং কি ?
অনলাইন এ একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে বিভিন্ন বিষয়ের ওপর লেখালেখির করাকে ব্লগিং বলা হয়।
ব্লগিং বা আর্টিকেল দুই ধরনের হয়।
- টিউটোরিয়াল
- রিভিউ
আপনি এখন যেই আর্টিকেল বা পড়ছেন এটা হলো টিউটোরিয়াল আর্টিকেল। এখানে কোন কিছু শেখানো হচ্ছে।
আবার যদি আমার ওয়েবসাইট এর রিভিউ ক্যাটাগরি দেখেন, সেখানে দেখতে পাবেন রিভিউ আর্টিকেল। কোন প্রোডাক্ট বা সার্ভিস এর ভালো মন্দ দিক নিয়ে যেই আর্টিকেল সেটা হলো রিভিউ আর্টিকেল।
ব্লগিং করে টাকা ইনকাম করার উপায় – Online taka Income
ব্লগিং করে অনেক ভাবে টাকা ইনকাম করা যায়। ব্লগ ওয়েবসাইট বিভিন্ন ভাবে মনিটাইজড করে টাকা ইনকাম করা যায়।
একটা ব্লগ ওয়েবসাইট থেকে কি কি উপায়ে টাকা ইনকাম করা যায় সেটা আমি একটা আলাদা আর্টিকেল এ বিস্তারিত বলছি। আমার ওয়েবসাইটে পাবেন সেটা পড়ে নিন। এখানে আর ঐ বিষয়ে যাচ্ছি না।
ব্লগিং করার জন্য কি কি লাগে?
ব্লগিং করে অনলাইন থেকে টাকা ইনকাম ( Online taka Income )এর জন্য একটা সুন্দর প্লান নিয়ে কাজ করতে হয়। ব্লগিং শুরু করার জন্য কিছু টিপস বা রোড ম্যাপ দিচ্ছি।
- ব্লগিং করে টাকা ইনকাম করার জন্য প্রথমেই একটা ওয়েবসাইট লাগবে। কারণ ওয়েবসাইট ছারা আপনি আপনার ব্লগ কোথায় প্রকাশ করবেন।
ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি ব্লগার blogger.com ব্যাবহার করতে পারেন। যদি সম্ভব হয় তা হলে ডোমেইন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে ব্লগিং শুরু করুন।
- ওয়েবসাইট তৈরি করে বসে থাকলেই হবে না। নিয়মিত কন্টেন্ট পাবলিশ করতে হবে। ভিজিটর কেমন পোস্ট পছন্দ করছে সেই অনুযায়ী keyword রিসার্চ করে article post করতে হবে।
- SEO বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান করতে হবে। ব্লগিং এর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো SEO করা। হাজার হাজার WORD এর আর্টিকেল প্রকাশ করলেই আপনার কাজ শেষ হয়ে যায় না।
আপনার ওয়েবসাইট পর্যন্ত ভিজিটর কে নিয়ে আসার জন্য আপনাকে SEO করতে হবে। ব্লগিং থেকে ভালো টাকা ইনকাম করার জন্য অবশ্যই SEO তে অনেক গুরুত্ব দিতে হবে। তাই না হলে আপনার ইনকাম হবে তবে বেশী হবে না।
ব্লগিং এ SEO এর গুরুত্ব সম্পর্কে আমার প্রকাশ করা আগের আর্টিকেলেও বলেছি।
ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম – Online taka Income
Youtube সম্পর্কে জানেন না বা youtube এ ভিডিও দেখেছেন না এমন কেউ আছে ? যারা ইন্টারনেট এর সাথে যুক্ত তারা সবাই youtube এর সাথে পরিচিত।
আপনি হয়তো জানেন যে youtube এ channel করে ইনকাম করা সম্ভব। কিন্তু কত টাকা ইনকাম করা সম্ভব এটা আপনি কি জানেন? বাংলাদেশে এমন অনেক Youtuber আছে যারা মাসে 5 লাখের বেশী ইনকাম করছে। আমি আপনাকে একটা গড় হিসাব দিলাম।
এরা সবই যদি পারে তা হলে আপনি কেন পারবেন না। youtube চ্যানেল শুরু করতে বেশী টাকার দরকার হয় না। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আপনি আপনার youtube যাত্রা শুরু করতে পারেন।
Youtube থেকে টাকা ইনকাম করার জন্য আপনার প্রথমে একটা youtube channel খুলতে হবে। আপনি যদি youtube এ একটা channel তৈরি করতে না পারেন তাহলে আপনি youtube এ গিয়ে সার্চ করতে পারেন। চ্যানেল খোলার পর আপনার কাজ হবে চ্যানেল এর জন্য নিয়মিত ভিডিও তৈরি করা। তার জন্য আপনি আপনার হাতের মোবাইল কেই ব্যাবহার করতে পারেন।
আপনার মনে প্রশ্ন আসতেই পারে কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করবো? উত্তর হলো আপনার ইচ্ছা। আপনার যেই টপিক পছন্দ সেই টপিক এর উপর ভিডিও তৈরি করা শুরু করতে পারেন। আপনার পছন্দের বিষয় যদি টেক হয় আপনি সেই টপিকেই ভিডিও তৈরি করা শুরু করুন। আপনার যেটা পছন্দ নয় সেটা নিয়ে ভিডিও তৈরি করতে গেলে দেখবেন কিছুদিন পর আপনার কনফিডেন্স হারিয়ে গেছে।
আপনার চ্যানেল এ ভিডিও ছারার পর ভিউ হলে ইনকাম শুরু হবে। আপনার চ্যানেল যখন 10000 জন সাবস্কাইব করবে 4000 ঘন্টা দেখা হবে তখন থেকে আপনার youtube channel মনিটাইজড হবে।
ফেসবুক মার্কেটিং করে টাকা ইনকাম – Online taka Income
ফেসবুক সব থেকে জনপ্রিয় সোস্যাল মিডিয়া। 18 বিলিয়ন নিয়মিত ভিজিটর নিয়ে এখন ফেসবুক জনপ্রিয়তার প্রথম দিকে আছে। কথায় আছে না যেখানেই ট্রাফিক সেখানেই ব্যাবসা। আপনার কাজ হলো ফেসবুক কে ব্যাবহার করে টাকা ইনকাম করা চেষ্টা করা। ফেসবুক থেকে অনেক ভাবে টাকা ইনকাম করা সম্ভব।
ফেসবুক মার্কেটিং কি?
জনপ্রিয় সোস্যাল মিডিয়া ফেসবুকের বিভিন্ন মাধ্যম যেমন পোস্ট করা, প্রোডাক্ট প্রমোট অথবা বুষ্টিং করার মধ্যে কোন প্রোডাক্ট এর বিক্রি বৃদ্ধি বা জনপ্রিয়তা বাড়ানোই হলো ফেসবুক মার্কেটিং। আপনি এটা নিজের কাজের জন্য করতে পারেন বা কোন ক্লায়েন্ট এর জন্য করে দিতে পারেন।
সব কথার এক কথা হলো এটা আপনাকে জানতে হবে। ফেসবুক মার্কেটিং করা আপনাকে খুব ভালো ভাবে শিখতে হবে। এখানে শেখার অনেক কিছু আছে।
কিভাবে টার্গেট সেট করতে হয় কিভাবে অ্যাড রান করতে হয় সেটা জানতে হবে। ফেসবুক মার্কেটিং ভালো করে শেখার আগ্রহী হলে টেন মিনিট স্কুল এর ফেসবুক মার্কেটিং কোর্স করতে পারেন।
টেন মিনিট স্কুল এর ফেসবুক মার্কেটিং কোর্স করার জন্য এখানে ক্লিক করুন।
ফেসবুক মার্কেটিং করতে হলে কি কি দরকার হবে?
অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার বেশসকিছু বিষয় মাথায় রাখতে হবে। যেহেতু আপনি প্রোডাক্ট প্রমোট করবেন সেহেতু একটা প্রচার মাধ্যম দরকার হবে। সেটা হতে পারে youtube channel, ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। যে কোন মাধ্যমে আপনাকে আপনার সিলেক্ট করা প্রোডাক্ট প্রমোট করতে হবে।
আপনাকে সবার আগে একটা প্রচার মাধ্যম সিলেক্ট করতে হবে। এর পরের কাজ হবে আপনাকে ঐখানে ভিজিটর নিয়ে আসতে হবে।
উদাহরণ দেওয়ার জন্য ধরে নিলাম আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্ট প্রমোট করবেন। এবং প্রচার মাধ্যম হিসেবে ওয়েবসাইট কে ব্যাবহার করতে চান। এখন আপনার কাজ কি হবে?
এখন আপনি যতটা সম্ভব ইলেকট্রনিক্স প্রোডাক্ট এর রিভিউ আর্টিকেল লিখে আপনার ওয়েবসাইট এ প্রকাশ করবেন। ভালো করে SEO করলেন এখন আপনার ওয়েবসাইট ভালো ভিজিটর আসে। এখন আপনি যে প্রোডাক্ট প্রমোট করতে চান সেটার লিংক দিয়ে দিবেন আপনার আর্টিকেল এর মধ্যে।
ব্যাস আপনার কাজ শেষ। এর পর যখনি আপনার ওয়েবসাইটে কেউ আসবে বিভিন্ন প্রোডাক্ট এর রিভিউ দেখবে। আপনি যে প্রোডাক্ট এর লিংক দিয়েছেন সেখানে অনেকেই ক্লিক করবে। কেউ কিনবে কেউ না কিনেই বের হয়ে আসবে।
আপনি যদি আনলিমিটেড ইনকাম নিতে চান তা হলে আপনাকে আপনার ওয়েবসাইট প্রমোট করতে হবে। এর জন্য ডিজিটাল মার্কেটিং এর নলেজ থাকা খুব জরুরী। আমার ওয়েবসাইট এ এটা নিয়েও খুব সুন্দর আর্টিকেল প্রকাশ করা আছে।
এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম – Online taka Income
অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার উপায় যদি খুজে থাকেন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং খুব ভালো পছন্দ হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়েও আমার একটা পোস্ট কারা আছে। এটা দেখলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং কি?
অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অন্য কারো প্রোডাক্ট বিক্রির মাধ্যমে কমিশন ইনকাম করা।
যেমন ধরুন আপনার একটা ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট বা youtube চ্যানেল আছে আপনি সেখানে যে কোন প্রোডাক্ট প্রমোট করলেন সেখানে যদি বিক্রি হয় তাহলে আপনি একটা কমিশন পাবেন সেভাবে ইনকাম করাকেই অ্যাফিলিয়েট মার্কেটিং বলে।
আপনি যদি ফেসবুক এ প্রমোট করেন তা হলে অনেক ভালো সেল আসবে। ফেসবুক মার্কেটিং এর উপর একটা কোর্স যদি আপনি করতে পারেন তা হলে সব জায়গাতেই সুবিধা পাবেন।
ফটোগ্রাফি করে টাকা ইনকাম – Online taka Income
আপনি যদি ফটোগ্রাফি তে আগ্রহী হন তা হলে এটা আপনার পছন্দ হবে। আপনি চাইলেই এখনই থেকে আপনার শখ কে ইনকামে পরিবর্তন করতে পারবেন। আপনি যে সব ফটো তুলবেন সেগুলো কে ওয়েবসাইটে সেল করে ইনকাম করতে পারেন।
আপনি হয়তো আপনার মোবাইল দিয়ে প্রচুর ছবি উঠান। কিন্তু আপনি হয়তো জানেন না আপনার হাতের মোবাইল দিয়ে ছবি তুলে সেটা বিক্রি করে আপনি অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন।
ভালো ছবি তোলার বেশ কিছু উপায় আছে যে গুলো ফলো করলে আপনার ছবি আরো প্রফেশনাল হবে। এমন কিছু টিপস নিয়ে আমার ওয়েবসাইটে একটা আর্টিকেল আগে থেকেই দেওয়া আছে। দেখে নিতে পারেন।
ছবি বিক্রির ওয়েবসাইট
আপনার তোলা ছবি গুলো এই সাইটে বিক্রি করতে পারেন।
- Shutter Stock
- Dreams Time
- Stock Adobe
- iStock photo
- Alamy
এছাড়াও আপনি যদি খোঁজ করেন আরো ওয়েবসাইট পাবেন। যেখানে ছবি বিক্রি করতে পারেন।
গ্রাফিক্স ডিজাইন করে টাকা ইনকাম – Online taka Income
এটা একটা ফ্রিল্যান্সিং জনপ্রিয়ী skill মানে হলো গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করা যায়। এটা তো ফ্রিল্যান্সিং অংশের মধ্যে বলেছি। আপনাকে যে শুধু গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে হবে এমন না।
গ্রাফিক্স ডিজাইন শিখতে আপনি আরো অনেক উপায়ে ইনকাম করতে পারবেন। তার মধ্যে একটা হলো ডিজাইন বিক্রি করে ইনকাম করা।
প্রায় সব আপনি যদি একটু smart হন তা হলে আপনি গ্রাফিক্স ডিজাইন শেখার পর ফ্রিল্যান্সিং এর উপর নির্ভর করে থাকবেন না। কারন একটা গ্রাফিক্স ডিজাইন করে আপলোড করে দিলে যত বার বিক্রি হবে তত বা আপনার ইনকাম হবে। অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার এটা একটা স্মার্ট উপায়।
যে সব ওয়েবসাইটে ফটো বিক্রি হয় সেই সব ওয়েবসাইটেই গ্রাফিক্স বিক্রি করা হয়।
অনলাইন সার্ভে করে টাকা ইনকাম – Online taka Income
সার্ভে বা জরিপ করার মাধ্যমে আপনি অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারেন। বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য সার্ভে বা জরিপ করে।
জরিপ করার জন্য কিছু ওয়েবসাইট আছে যেখানে কোম্পানি গুলো তাদের কাজ দেয়। আপনার কাজ হবে হলো এমন কিছু সার্ভে ওয়েবসাইট খুঁজে বের কারা এবং সেখানে একাউন্ট তৈরি করা। এবং ওদের দেওয়া কাজ গুলো করে টাকা ইনকাম করা।
সার্ভে ওয়েবসাইট
- Viewpointpanel
- Opinionnow
- Paid view point
- Yesnse
- Toluna
এগুলো ছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে। আপনি একটু খোঁজ করলেই পেয়ে যাবেন।
ওয়েবসাইট থেকে ইনকাম
অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায় যদি আপনি খুঁজে থাকেন তাহলে এটা আপনার বেষ্ট choice হবে। কারণ একটাই ওয়েবসাইট থেকে ঘরে বসে আনলিমিটেড টাকা ইনকাম ( taka income) করতে পারবেন।
ওয়েবসাইট থেকে কি কি ভাবে ইনকাম করা সম্ভব এটা যদি এখন বলতে যাই তাহলে খুব বোরিং হয়ে যাবে। এই সম্পর্কে আমার ওয়েবসাইটে আগে থেকেই আর্টিকেল আছে। একটু খুজলেই পাবেন।
ওয়েবসাইট বানিয়ে ইনকাম:
আপনি যদি ওয়েবসাইট ডেভেলপার হন তাহলে আপনার জন্য অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করা অসম্ভব কিছু না।
ফ্রিল্যান্সিং এ ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর ব্যাপক চাহিদা রয়েছে। আপনি এই স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন। আর যদি আপনি এর সাথে SEO শিখতে পারেন তবে আপনি অনলাইন থেকে প্রতিদিন হাজার ডলার ইনকাম করতে পারবেন।
ওয়েবসাইট তৈরি করে সেখানে SEO করে ভিজিটর নিয়ে আসতে পারলে আপনি মাসে হাজার ডলার ইনকাম করতে পারবেন খুব সহজেই। আবার সেই সাইট সেল করেও প্রচুর ইনকাম করতে পারেন।
ওয়েবসাইট সেল করা বা ওয়েবসাইট থেকে ইনকাম করার বিষয়ে আমার আরেকটা আর্টিকেল এ সব বলা আছে। কোথায় ওয়েবসাইট সেল করতে হয় বা কি কি ভাবে ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা সম্ভব।
সিপিএ মার্কেটিং করে টাকা ইনকাম – Online taka Income
এখন অনলাইন থেকে টাকা ইনকাম এর খুব জনপ্রিয় উপায় হলো CPA মার্কেটিং করা। আমার দেশের অনেক মানুষ সিপিএ মার্কেটিং করে অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করছে।
সিপিএ মার্কেটিং করার জন্য একটু সতর্ক থাকতে হবে। কারণ সব ওয়েবসাইট payment করে না। ভালো ভালো ওয়েবসাইট খুঁজে বের করে সেই ওয়েবসাইট এ সিপিএ মার্কেটিং করবেন।
কোথায় ভালো সিপিএ নেটওয়ার্ক খুজে পাবেন। কিভাবে কাজ করবেন। সিপিএ মার্কেটিং আসলে কি? এ সব কিছু নিয়ে আমার একটা আলাদা আর্টিকেল আছে ওটা দেখে নিবেন। এই আর্টিকেল এর মধ্যে এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আর্টিকেলটা বোরিং হয়ে যাবে।
ড্রপ শিপিং করে অনলাইন থেকে ইনকাম
এটা একটা খুব জনপ্রিয় অনলাইন ইনকাম এর মাধ্যম। আসলে এটা একটা বিজনেস আইডিয়া। ড্রপ শিপিং এর বেশ কিছু সুবিধার কারণে এটা খুব বেশী জনপ্রিয় টাকা ইনকাম ( Online taka Income ) মাধ্যম হয়েছে।
ড্রপ শিপিং কি?
ড্রপ শিপিং অনেকটা অ্যাফিলিয়েট এর সাথে মিলে তবে এটা সম্পন্ন ভিন্ন একটা জিনিস। অন্যের উপাদান করা প্রোডাক্ট কিনে নিয়ে আপনার বিক্রি করাই হলো ড্রপ শিপিং।
অন্যের উপাদান করা পণ্য কিনে নিয়ে বিভিন্ন অনলাইন ই-কমার্স সাইটগুলির মধ্যমে বিক্রি করে যে লাভ হয় সেটাই হলো ড্রপ শিপিং এর ইনকাম।
এই আর্টিকেল এ আমি মূলত যে সব উপায়ে আসলেই অনলাইন থেকে টাকা ইনকাম (Online taka Income ) করা যায় সেই সব ওয়েবসাইট এর সাথে পরিচিত করে দিলাম। এখানে কিছু বিস্তারিত বলার চেষ্টা করি না।
যে সব উপায়ের কথা বললাম তার মধ্যে আনেক গুলো নিয়ে হয়তো আগেই বিস্তারিত আর্টিকেল প্রকাশ করেছি অথবা সামনে বিস্তারিত ভাবে ব্লগ আর্টিকেল প্রকাশ করবো।
এই আর্টিকেল এর উদ্দেশ্য ছিল শুধু আপনাদের সাথে এই টাকা ইনকাম উপায় গুলোর পরিচিত করে দেওয়া।
আমার কোন ভুল হলে ক্ষমা করে দিবেন। আর আপনার যে কোন মতামত কমেন্ট করে জানাবেন।
إرسال تعليق