সিপিএ মার্কেটিং কি? সিপিএ মার্কেটিং করে আয় ২০২৩

 

সিপিএ মার্কেটিং কি

সিপিএ মার্কেটিং কি? এবং সিপিএ মার্কেটিং করে কিভাবে টাকা আয় করা যায়। এ সব নিয়ে বিস্তারিত আজ এই ব্লগ এ জানতে পারবেন।

সিপিএ মার্কেটিং হলো অনলাইন এ টাকা ইনকাম করার একটা খুব জনপ্রিয় উপায়। সিপিএ মার্কেটার অনেক সময় 50 থেকে এক লক্ষ্য টাকা ইনকাম করে এক মাসে। সঠিক মাধ্যম আর সঠিক অফার নিয়ে কাজ করলে আপনিও ইনকাম করতে পারবেন। এটা এমন কোনো রকেট সাইন্স নয় যে আপনি পারবেন না।

এই আর্টিকেল এ সিপিএ মার্কেটিং কি? বা কিভাবে করতে হয় এই ব্যাসিক ধারণা থেকে শুরু করে অ্যাডভান্স ( advance) সিপিএ এ মার্কেটার হওয়ার জন্য সম্পূর্ণ গাইড লাইন দিব।

তো সিপিএ মার্কেটিং এর বিস্তারিত জানতে এই আর্টিকেল সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন। আর নির্দিষ্ট কোন প্রশ্নের উত্তর জানতে নিচের ” আর্টিকেল সূচি” থেকে সরাসরি ঐ প্রশ্নে চলে যান।

Table of Contents


{getToc} $title={Table of Contents}


সিপিএ মার্কেটিং কি?

সিপিএ মার্কেটিং কি তা বোঝার জন্য আগে জানতে হবে CPA কি? CPA হলো Cost Par action বা কাজের বিনিময়ে টাকা। সিপিএ অনেকটাই অ্যাফিলিয়েট মডেল এর মতো কাজ করে। যেখানে ব্যবহারকারী কে দিয়ে একটি নির্দিষ্ট কাজ করানো হলে তার বিনিময়ে কিছু পরিমাণ টাকা পাওয়া যায়। যেমন ধরুন: একটা ফর্ম পূরণ করুন বা পিন সাবমিট করুন ইত্যাদি।

যারা সিপিএ মার্কেটার তারা এই প্রতিটি কাজের জন্য একটা নির্দিষ্ট এমাউন্ট টাকা ইনকাম করে। যেটাই হলো সিপিএ মার্কেটার এর ইনকাম।

সিপিএ মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে বেশ কিছু মিল আছে। যেমন দুটো তেই ভিজিটর কে দিয়ে কাজ করাতে হয়। বা সিপিএ আর অ্যাফিলিয়েট দুটোতেই কাজ করার পর মার্কেট প্লেস টাকা দেয়। টেকনিক্যাল বিষয় গুলোর মধ্যেও মিল আছে। এই সব কারণে অনেকেই সিপিএ মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং এক মনে করে।

সিপিএ মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি?

সিপিএ মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি?

সিপিএ মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং দুটোই হলো ডিজিটাল মার্কেটিং এর কাছাকাছি দুটা শাখা। এদের মধ্যে কিছু মিল আছে জন্য অনেকেই সিপিএ মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং কে এক ভেবে বসে।

সিপিএ মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে পার্থক্য গুলো হলো:-

সিপিএ মার্কেটিং এ কোন একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করলেই টাকা পাওয়া যায়।

অ্যাফিলিয়েট মার্কেটিং এ শুধু মাত্র প্রোডাক্ট বিক্রি হলেই টাকা পাওয়া যায়। প্রোডাক্ট বিক্রি না করতে পারলে ইনকাম হয় না।

সিপিএ মার্কেট প্লেস থেকে নিজের ইচ্ছা মতো অফার সিলেক্ট করে সেই অফার নিয়ে মাকেটিং করতে হবে। আপনার ইচ্ছা অনুযায়ী যে কোন প্রোডাক্ট প্রমোট করতে পারবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং এ একটা বা তার বেশী ডিজিটাল মার্কেট প্লেস এ অ্যাফিলিয়েট একাউন্ট করতে হবে। তার পর ঐ মার্কেট এর বিভিন্ন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে হবে। আপনি যদি প্রোডাক্ট বিক্রি করতে পারেন তাহলে নির্দিষ্ট একটা কমিশন পাবেন।

সিপিএ মার্কেটিং কিছুটা সহজ বলতে পারেন। কারন এখানে আপনার কোন প্রোডাক্ট বিক্রির জন্য অপেক্ষা করতে হবে না। সিপিএ তে একটা কাজ করলেই কমিশন পাওয়া যায়। যেমন: পিন সাবমিট, ইমেইল সাবমিট বা ক্রেডিট কার্ড সাবমিট।

সিপিএ তে প্রতিটি কাজের জন্য টাকা পাওয়া যায়। এই জন্য কাজের বিনিময়ে টাকার পরিমাণ টা একটু কম।

অ্যাফিলিয়েট এ যেহেতু প্রোডাক্ট বিক্রির উপরে টাকা দেওয়া হয় তাই এর জন্য টাকা টা একটু বেশী দেওয়া হয়।

সিপিএ মার্কেটিং এর লাভ কি?

সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটু সহজ আর এতে লাভ একটু বেশী। এই জন্য নতুন অবস্থায় অনেকেই ডিজিটাল মার্কেটিং করে সিপিএ মার্কেটিং করতে চায়। সিপিএ মার্কেটিং এর বেশ কিছু সুবিধার মধ্যে মধ্য কয়েকটা সংক্ষিপ্ত ভাবে নিচে দিয়ে দিচ্ছি। ( সিপিএ মার্কেটিং কি )

  • শুরু করা সহজ

সিপিএ মার্কেটিং শুরু করা তুলনা মূলক সহজ। আপনি একটা সিপিএ নেটওয়ার্ক এ একাউন্ট করবেন। (এটা নিয়ে কথা বলবো) আর একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ লাগবে। ফ্রি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন।

সিপিএ মার্কেটিং ফ্রি তে শুরু করতে পারবেন। আবার পেইড মার্কেটিং ও করতে পারবেন। এটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করবো।

  • লিড নেওয়া সহজ

অ্যাফিলিয়েট মার্কেটিং এ যেমন প্রোডাক্ট বিক্রি করে কমিশন নিতে হয়। সিপিএ মার্কেটিং এ প্রোডাক্ট বিক্রির কোন ঝামেলা নেই। লিংক এ ডুকলেই কমিশন পাওয়া যায় বা পিন সাবমিট করা বা ফর্ম ফিল আপ করার মতো সহজ কার করলেও কমিশন পাবেন।

  • ঝুকি কম থাকে

সিপিএ মার্কেটিং এ যেহেতু কাস্টমার এর প্রোডাক্ট কিনতে হয় না। তাই এর ঝুকি একটু কম থাকে। একটা ভিজিটর কে কাস্টমার এ রূপান্তর করা অনেক কঠিন। সিপিএ তে যেহেতু ওয়েবসাইট এ ভিজিটর আসলেই কমিশন পাওয়া যায়।

সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে? ( সিপিএ মার্কেটিং কি )

খুব সহজে বলতে গেলে সিপিএ তে কিছু একশন বা কাজ করিয়ে আপনি যে কমিশন টাকা আয় করতে পারবেন। সিপিএ এর সব থেকে বড় সুবিধার কথা আমি আগেও বলেছি সেটা হলো কোন প্রোডাক্ট বিক্রি করতে হয় না। আপনি নেট এ খুজলে বেশ অনেক কয়টা এমন কোম্পানি পাবেন যারা অন্য কোন কোম্পানির হয়ে কাজ করে। আপনার আমার মতো অনেকেই আছে যারা ঐসব কোম্পানির থেকে পছন্দ মতো অফার নিয়ে কাজ করে।

কোম্পানি গুলো টাকার বিনিময়ে সিপিএ অফার সাবমিট করে। সিপিএ নেটওয়ার্ক গুলোর মাধ্যমে আমরা অফার সিলেক্ট করার সুযোগ পাই। মানে সিপিএ নেটওয়ার্ক গুলো মাধ্যম হিসেবে কাজ করে।

আপনার কাজ হবে একটা ভালো সিপিএ নেটওয়ার্ক এ জয়েন হওয়া। তার পর আপনার youtube channel, ব্লগ, ওয়েবসাইট বা অ্যাপ এর মাধ্যমে ঐ কাজ করিয়ে নিতে পারলে কমিশন পাবেন।

সিপিএ কাজ করার প্রসেস

একটা উদাহরণ দিয়ে সিপিএ নেটওয়ার্ক এ কাজ করার বিষয়টা বুঝিয়ে দিলে সব থেকে ভালো বুঝবেন।

মনে করুন আমি একটা সিপিএ নেটওয়ার্ক একাউন্ট করলাম। এর পর আমি যা করবো তা হলো একটা অফার সিলেক্ট করবো। যে অফার USA থেকে হবে এবং ক্রেডিট কার্ড সাবমিট করা অফার। সাধারণত এই ধরনের অফার Complete করলে 15 থেকে 20 বা তার বেশী ডলার দেয়।

এর পর আমি একটা landing page তৈরি করবো ঐ অফার কে টার্গেট করে।

Landing page এর লিংক নিয়ে আমি বিভিন্ন ভাবে মার্কেটিং করবো। যেটা হতে পারে ফ্রি মার্কেটিং বা পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং ও পেইড মার্কেটিং এর বিষয় টা বিস্তারিত ভাবে আলোচনা করবো।

যদি আমি ফ্রি মার্কেটিং করি তাহলেও দিনে সর্বনিম্ন 5 টা লিড নিতে পারবো। একটা অফার এ যদি 10 ডলার ও দেয় দুই দিন এ 100 ডলার ইনকাম করা সম্ভব শুধুমাত্র ফ্রি মেথড ব্যাবহার করেও। তার মানে কোন টাকা খরচ না করেও দুই দিন এ 1000 টাকা ইনকাম করা সম্ভব।

যদিও সিপিএ মার্কেটার রা এর থেকেও অনেক বেশী ইনকাম করে। আমি আগেও বলেছি সিপিএ মার্কেটিং এ আনেক ইনকাম সম্ভব।

সিপিএ মার্কেটার এর কাজ কি?

সিপিএ মার্কেটার এর কাজ সম্পর্কে সহজে যদি বলি তাহলে হলো। সিপিএ অফার প্রমোট করা। সিপিএ মার্কেটার সাধারণত দুই টা উপায়ে এই অফার গুলো প্রমোট করে। এক হলো ফ্রি মেথড ব্যাবহার করে। আর হলো পেইড মেথড ব্যাবহার করে।

ব্যাস, সিপিএ মার্কেটার এর কাজ এই পর্যন্ত শেষ। এর পর শুধু লিড আসবে আর ইনকাম হবে। তবে এর আসল ট্রিক্স হলো অফার সিলেক্ট করা।

সিপিএ মার্কেটার কেমন ইনকাম করে? ( সিপিএ মার্কেটিং কি )

এখান থেকে কেমন ইনকাম করা সম্ভব এটা কিছুটা আমি ধারনা দিয়েছি। যদি মনোযোগ দিয়ে পড়ুন তো বুঝে যাওয়ার কথা। যাই হোক বাস্তব জীবনে সিপিএ মার্কেটার দিনে 3,000 ডলার থেকে 10,000 ডলার পর্যন্ত ইনকাম করছে।

এটা অনেকটাই আপনার অভিজ্ঞতা আর অপনার মার্কেটিং এর কৌশল এর উপর নির্ভর করবে। যত অভিজ্ঞ হতে থাকবেন ততই আপনার ইনকাম বাড়তে থাকবে।

অনলাইন ইনকাম এর যত সব উপায় আছে তাদের মধ্যে সিপিএ মার্কেটিং সহজ। এখন যদি আপনি শুরু করেন তা হলে আস্তে আস্তে আপনার অভিজ্ঞতার উন্নতি হবে। আর ইনকাম বাড়তে থাকবে।

সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে?

সিপিএ মার্কেটার হওয়ার জন্য আপনার একটা ইমেইল অ্যাড্রেস থাকতে হবে। একটা সাইট থাকতে হবে। সেটা যে কোন ধরণের সাইট হতে পারে যেমন সোস্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, বা ওয়েবসাইট।

আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো মনোবল। যদি আপনি এটা ছেড়ে দিয়ে চলে যান তা হলে কোনো দিন successful হবেন। সিপিএ মার্কেটিং এ মার্কেটিং একটা বড় ভূমিকা রাখে। মার্কেটিং স্কিল থাকা অনেক বেশী দরকার বলে আমি মনে করি।

সিপিএ মার্কেটিং এর অফার গুলো কি কি? ( সিপিএ মার্কেটিং কি )

সিপিএ মার্কেটিং এ যে সব কাজ করা হয় তা নিচে দেওয়া হলো। এর বাইরেও কাজ আছে তবে এগুলো বেশী পাওয়া যায়।

কল অফার:

এই অফার এ ক্লিক করার পরে কমিশন পাওয়া যায়।

প্রমোশন:

অফার প্রচার করার জন্য আপনি নির্দিষ্ট কমিশন পাবেন।

রেফার:

এই অফার এ ভিজিটর একাউন্ট করলে কমিশন পাবেন।

বিক্রয় শেয়ার:

Subcribtion এর জন্য বা কিনে নিলে টাকা পাবেন বা কমিশন পাবেন।

ফর্ম:

কোন ভিজিটর যদি একটা ফর্ম ফিল আপ করে তার বিনিময়ে টাকা পাবেন।

সাইন আপ:

ভিজিট রা যদি কোন ওয়েবসাইট বা অ্যাপস এ একাউন্ট তৈরি করে তা হলে টাকা পাবেন।

ডাউনলোড:

সফটওয়্যার বা কোন ফাইল ডাউনলোড করার জন্য আপনি টাকা পাবেন।

ইমেইল/ জিপ:

এটা সব থেকে সাধারণত অফার। ভিজিটর এর ইমেইল বা জিপ সাবমিট করলে আপনি ইনকাম করতে পারবেন।

লকার:

ভিজিটর এর জন্য কোন লিংক বা যে কোন ফাইল পাওয়ার জন্য একটা কাজ করতে হয়।

ইপিসি:

প্রতি ক্লিক এ টাকা ইনকাম করা যায়।

সার্ভে:

সার্ভে করে ইনকাম করা যায়।

কার্ড:

ভিজিটর যদি ক্রেডিট কার্ড সাবমিট করে তা হলে আপনার ইনকাম হবে। এর ইনকাম একটু বেশী।

সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে?

সিপিএ মার্কেটিং শিখতে কি কি লাগে?

সিপিএ মার্কেটিং শিখার জন্য অনেক কোর্স বা সাইট আছে সেখান থেকে অনলাইন কোর্স করতে পারেন। বা youtube বা বিভিন্ন ব্লগ থেকে নলেজ নিতে পারেন। আমি মনে করি youtube বা ব্লগ থেকে সিপিএ নেটওয়ার্ক ও অফার সম্পর্কে ধারনা নেওয়া উচিত। সিপিএ মার্কেটিং এর কোর্স না করে ডিজিটাল মার্কেটিং এর যে কোন একটা সাইডের ভালো হওয়া উচিত। যেটা হতে পারে ফেসবুক মার্কেটিং বা SEO কিংবা Youtuber Marketing এ ভালো হওয়া উচিত। তা হলে আপনি ভালো করবেন।

সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে?

  • আপনার একটা ব্লগ ওয়েবসাইট বা একটা youtube channel আর কিছু ভিজিটর।
  • একটা ল্যাপটপ বা কম্পিউটার।
  • ইন্টারনেট কানেকশন দরকার হবে।
  • আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইচ্ছা শক্তি। যা না থাকলে কখনো আপনি সিপিএ মার্কেটার হওয়া সম্ভব নয়।

কারা সিপিএ মার্কেটিং করতে পারেন? ( সিপিএ মার্কেটিং কি )

কারা সিপিএ মার্কেটিং করতে পারেন বা বলতে পারেন সিপিএ মার্কেটিং কাদের জন্য ভালো হবে। আমি একটু আগেই বললাম প্রচন্ড ইচ্ছা শক্তির দরকার হবে। সিপিএ মার্কেটার হওয়ার জন্য আপনার একটু ইংরেজী জানতে হবে। যেহেতু আপনার বিদেশী সাইট এ কাজ করতে হবে তাই ইংরেজী জানা থাকা জরুরি।

দিনে 3-5 ঘন্টা সময় দিতে হবে আপনার কম্পিউটার এর সামনে। তাই আপনার ইন্টারনেট সম্পর্কে জানতে হবে। মানে নেট ব্রাউজ করতে জানতে হবে। যদি আপনি নেট ব্রাউজ করতে পারেন তা হলে সব কিছু সহজ হয়ে যাবে। আমার ধারনা আপনি বুঝে গেছেন সিপিএ মার্কেটিং এ ভালো করার জন্য কি কি করতে হবে? এবং কি কি জানা থাকতে হবে।

সিপিএ মার্কেটিং পেশা হিসেবে কেমন?

অনলাইন এ অনেক অনেক উপায় আছে। তার মধ্যে ডিজিটাল মার্কেটিং একটা আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সিপিএ একটা উপায় হলো অনলাইন এ ইনকাম করার।

যেহেতু সিপিএ মার্কেটিং করে ইনকাম করা একটু সহজ এবং সিপিএ থেকে বেশ ভালো এমাউন্ট ইনকাম করা সম্ভব।

এই সব কারণে বেশীরভাগ মানুষ প্রথমে সিপিএ মার্কেটিং এ ভালো করে তার পর আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিং এর অন্য সব সেক্টর এ চলে যায়। এই জন্য সিপিএ মার্কেটিং দিয়ে অনলাইন ক্যারিয়ার শুরু করা বেশ ভালো বলে আমার মনে হয়।

সিপিএ মার্কেটিং করার কৌশল- সিপিএ মার্কেটিং কি

যারা নতুন এই সেক্টর এ আস্তে চাচ্ছেন তাদের সিপিএ মার্কেটিং করার কৌশল সম্পর্কে যদি বলতে হয়। তাহলে আমি বলবো মার্কেটিং এ নলেজ বৃদ্ধি করতে হবে। এর পর সব থেকে বেশী গুরুত্ব দিতে হবে সিপিএ অফার সিলেক্ট করতে। ভালো অফার সিলেক্ট করতে না পারলে ভালো মার্কেটিং করেও লাভ নেই। এর পর মার্কেট রিসার্চ করা টাও অনেক অনেক গুরুত্বপূর্ণ সিপিএ মার্কেটিং বা যে কোন ডিজিটাল মার্কেটিং এর জন্য।

সিপিএ মার্কেটিং কয় প্রকার: সিপিএ মার্কেটিং কি

সিপিএ মার্কেটিং বা যে কোন ডিজিটাল মার্কেটিং সাধারণত তিন ভাবে ভাগ করা যায়। মার্কেটিং করার কৌশল বা ধরণের উপর ভিত্তি করে এই তিন ভাবে ডিজিটাল মার্কেটিং কে ভাগ করা হয়। তা হলো:

1. হোয়াইট হ্যাট:

যখন আপনি সকল প্লাটফর্ম এর নিয়ম মেনে মার্কেটিং করবেন তখন তাকে হোয়াইট হ্যাট মার্কেটিং বলে।

হোয়াইট হ্যাট মার্কেটিং এ বেশী সময় ধরে ইনকাম করা যায়। সব থেকে ইফেক্টিভ উপায় টাকা ইনকাম করার জন্য।

2. ব্লাক হ্যাট:

যখন আপনি কোনো নিয়ম না মেনে মার্কেটিং করবেন করবেন তখন আমরা তাকে ব্লাক হ্যাট মার্কেটিং বলে।

কম সময়ের জন্য ব্লাক হ্যাট মার্কেটিং এ ভালো ইনকাম করা যায়।

3. Gray হ্যাট:

গ্রে হ্যাট মার্কেটিং হচ্ছে উপরের দুইটার মিশ্রন করে হয়। মানে 80% হোয়াইট হ্যাট আর 20% Black হ্যাট মার্কেটিং নিয়ে তৈরি হয় gray হ্যাট মার্কেটিং।

কি কি উপায়ে সিপিএ মার্কেটিং করা যায়?

সিপিএ মার্কেটিং দুই ভাবে করতে পারবেন।

  1. ফ্রি মেথড
  2. পেইড মেথড

সিপিএ নেটওয়ার্ক থেকে অফার সিলেক্ট করে আপনি নিয়ম মেনে যে কোন উপায়ে সেটা প্রমোট করতে পারেন। সেটা হতে পারে ফ্রি বা পেইড মেথড। এটা কোন বিষয় নয় সিপিএ নেটওয়ার্ক এর জন্য।

যদি আপনি নতুন হয়ে থাকেন সিপিএ মার্কেটিং এ আর মার্কেটিং সম্পর্কে খুব বেশী ধারনা না থাকে তা হলে ফ্রি মেথড ব্যাবহার করে প্রমোট করতে চেষ্টা করা উচিত।

যদি আপনার বাজেট থাকে তা হলে ভালো অফার সিলেক্ট করে নিয়ে পেইড মেথড এর দিকে যেতে পারেন। পেইড মার্কেটিং এ অনেক বেশী ইনকাম করা সম্ভব।

সিপিএ মার্কেটিং এর ফ্রি মেথড- সিপিএ মার্কেটিং কি

এই উপায়ে আপনার সিপিএ অফার প্রমোট করতে কোন টাকা লাগবে না। তবে আপনার ফ্রি মার্কেটিং করতে অনেক অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে। ফ্রি মেথড এ মার্কেটিং করলে ইনকাম হতে একটু দেরি হয়। আপনি যেভাবে ফ্রি অফার প্রমোট করতে পারবেন তা হলো:

  • ওয়েবসাইট মার্কেটিং করে অফার প্রমোট:
  • কন্টেন্ট মার্কেটিং করে:
  • ইমেইল মার্কেটিং
  • Youtube মার্কেটিং
  • সোস্যাল মিডিয়া মার্কেটিং
  • ফেসবুক মার্কেটিং

এই সব উপায় ব্যাবহার করে ফ্রি তে মার্কেটিং করা সম্ভব তবে আপনি বুঝতেই পারছেন এতে একটু সময় লাগবে। আর আপনার ব্লগ এ বেশ ভালো ট্রাফিক লাগবে। এটা একটু সময় সাপেক্ষ প্রসেস।

সিপিএ মার্কেটিং এর পেইড মেথড- সিপিএ মার্কেটিং কি

যারা সিপিএ তে প্রথমেই ইনকাম করতে চান বা বড় বড় অফার নিয়ে কাজ করতে চান তাদের জন্য পেইড মেথড ব্যাবহার করা উচিত। ফেসবুক অ্যাড বা google অ্যাড ব্যাবহার করে লিড নিতে হয় বা অফার প্রমোট করতে হয়।

ফেসবুক মার্কেটিং ও সিপিএ মার্কেটিং- সিপিএ মার্কেটিং কি

আপনি যদি এই আর্টিকেল সম্পূর্ণ মনোযোগ দিয়ে পরে থাকেন তাহলে অবসই খেয়াল করেছেন যে আমি বার বার মার্কেটিং কে স্পেশালি ফেসবুক মার্কেটিং গুরুত্বপূর্ণ দিয়ে কথা বলেছি। এর কারণ আছে, সিপিএ পেইড মার্কেটিং এ ফেসবুক মার্কেটিং এর বিশেষ ভূমিকা পালন করে।

এখানে আমি একটা সাজেশন দিতে চাই, আমার মনে হয় আপনি বিভিন্ন ব্লগ বা youtube ভিডিও থেকে সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে, অফার সম্পর্কে খুব ভালো ধারনা পাবেন। যেটা আপনার শেখা উচিত সেটা হলো ফেসবুক মার্কেটিং তা হলে আপনার সিপিএ থেকে ভালো টাকা ইনকাম করা সম্ভব।

ফেসবুক মার্কেটিং এর উপর একটা ভালো কোর্স এবং কম প্রাইজ এ কোয়ালিটি কন্টেন্ট 10 ms এ আছে। দেখতে পারেন আপনি এই কোর্স করে নলেজ নিয়ে সেই নলেজ দিয়ে সিপিএ মার্কেটিং করে বেশ অনেক টাকা ইনকাম করতে পারবেন।

সিপিএ মার্কেটিং রিলেটেড কিছু প্রশ্নের উত্তর- সিপিএ মার্কেটিং কি

অফার কি?

সিপিএ নেটওয়ার্ক এ যে সব কাজ বা যেসব কোম্পানির পোডাক্ট প্রমোট করা হয় তাকে অফার বলি।

সিপিএ নেটওয়ার্ক কি?

যে সব ওয়েবসাইট এ সিপিএ অফার পাওয়া যায় তাকে সিপিএ নেটওয়ার্ক বলে।

মোবাইল থেকে সিপিএ মার্কেটিং করা যায়?

হ্যা, মোবাইল থেকে সিপিএ মার্কেটিং করা সম্ভব। আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তা হলে আপনি মোবাইল থেকে শুরু করে দিতে পারেন। তবে কম্পিউটার বা ল্যাপটপ হলে সব থেকে ভালো হয়। প্রফেশনাল কাজের ক্ষেত্রে বা কাজের গতির জন্য একটা কম্পিউটার থাকাটা জরুরি।

#Topic: সিপিএ মার্কেটিং কি? সিপিএ মার্কেটিং করে আয়

এই আর্টিকেল এ আমি সিপিএ মার্কেটিং কি এবং সিপিএ মার্কেটিং করে আয় করতে করতে কি কি পদক্ষেপ তা সম্পর্কে বলা হয়েছে। যদি আপনার কোন প্রশ্ন থাকে তা হলে কমেন্ট এ জানাবেন আমি উত্তর দেব।

ধন্যবাদ 

Post a Comment

Previous Post Next Post