এফিলিয়েট মার্কেটিং কি? বা কিভাবে এটা কাজ করে অনলাইন এ ইনকাম করতে চাইলে এই মেথড অনেক বেশী গুরুত্বপূর্ণ। আপনার যদি ইচ্ছা থাকে যে আমি অনলাইন থেকে passive income করবো তাহলে affiliate marketing আপনার জন্য।
এর কারণ এফিলিয়েট এ আপনার ইনকাম হবে সব সময়ই। আপনি শুয়ে থাকবেন আপনার ইনকাম হতে থাকবে।
এই জন্য বলছি এটা একটা passive online income site. তো চলুন দেরি না করে জেনে নেই কিভাবে এফিলিয়েট থেকে টাকা ইনকাম ( taka income) করা যায়।
Table of Contents
{getToc} $title={Table of Contents}
এফিলিয়েট মার্কেটিং কি?
টাকা ইনকাম করার আগে সবার আগে জানতে হবে এফিলিয়েট মার্কেটিং কি? এতো এতো টাকা ইনকাম করার উপায় থাকতে আমরা কেন এফিলিয়েট মার্কেটিং / affiliate marketing করব।
এফিলিয়েট মার্কেটিং হলো অন্য কোন কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে দেওয়া এবং তার বিনিময়ে একটা নির্দিষ্ট % কমিশন নেওয়া। এটাই হলো এফিলিয়েট মার্কেটার এর ইনকাম।
আরো ভালো করে বোঝার জন্য একটা উদাহরণ দিই- মনে করুন আপনার বাসার সামনে মোবাইল এর দোকান আছে। এখন আপনাকে বলা হলো যে আপনি যদি ঐ দোকান এ কাস্টমার এনে দিতে পারেন তাহলে আপনাকে একটা কমিশন দেওয়া হবে। সেটা হতে পারে 25% টাকা।
তাহলে কি হবে? ঐ দোকান এর বিক্রি বাড়লো, মাঝখান থেকে আপনার ইনকাম হলো। এতে সব থেকে বড় সুবিধা কি আপনি লক্ষ্য করেছেন? আপনার যখন ইচ্ছা তখন কাজ করতে পারছেন। মন না চাইলে না করবেন।
আবার এই কাজ যখন অনলাইন এ করবেন তখন আরো সুবিধা পাবেন। সে সম্পর্কেও আলোচনা করবো।
এফিলিয়েট মার্কেটিং কি ভাবে কাজ করে?
এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে প্রায় সব প্রতিষ্ঠান বিক্রি বুদ্ধি করে থাকে। যারা এফিলিয়েট সাপোর্ট করে তাদের কোম্পানির অটো সফটওয়্যার এর মাধ্যম এ আপনাকে একটা unique লিংক দিবে। সেটা আপনি মার্কেটিং করবেন।
আপনি ঐ প্রোডাক্ট বা সেবার লিংক বিভিন্ন ভাবে মার্কেটিং করতে পারেন। যেমন: youtube channel, সোস্যাল মিডিয়া, ওয়েবসাইট বা ডিজিটাল মার্কেটিং এর নানা উপায় ব্যাবহার করতে পারেন।
এফিলিয়েট প্রোডাক্ট কত প্রকার: What is affilite marketing bangla 2023
এফিলিয়েট মার্কেটিং এ যেহেতু শুধু মাত্র প্রোডাক্ট প্রমোট করা বা বিক্রি করা। তাই আমাদের জানতে হবে আসলে এফিলিয়েট প্রোডাক্ট কত প্রকার?
ফিজিক্যাল প্রোডাক্ট:
ফিজিক্যাল প্রোডাক্ট এর সাথে তো আমরা সবাই পরিচিত। আমাদের আশেপাশের সব প্রোডাক্ট গুলোই হলো ফিজিক্যাল প্রোডাক্ট। যে গুলো দেখা যায়, ধরা যায়। যেমন: ইলেকট্রনিক্স পণ্য, আসবাবপত্র, কাপর, গহনা ইত্যাদি। এ সব প্রোডাক্ট এ সাধারণত 5% থেকে শুরু হয়ে 30% পর্যন্ত কমিশন পাওয়া যায়।
এ সব প্রোডাক্ট এর এফিলিয়েট মার্কেটিং করার আগে যে কোম্পানির জন্য এফিলিয়েট করছেন সেই কোম্পানির পোডাক্ট কোয়ালিটি সম্পর্কে ভালো করে জেনে নিবেন।
ডিজিটাল প্রোডাক্ট :
ডিজিটাল প্রোডাক্ট একটু ভিন্ন ধরনের প্রোডাক্ট। কারণ এ সব প্রোডাক্ট দেখা যায় না বা ধরা যায় না। মানে যে সব প্রোডাক্ট ডিজিটাল ভাবে কেনা বেচা হয় তাদের ডিজিটাল প্রোডাক্ট বলে। যেমন: ডোমেইন হোস্টিং, সফটওয়্যার, অনলাইন কোর্স, থিম প্লাগিন ইত্যাদি হলো ডিজিটাল প্রোডাক্ট।
এ সব প্রোডাক্ট এর এফিলিয়েট কমিশন সাধারণত অনেক বেশী হয়। 10% থেকে শুরু করে 70% পর্যন্ত কমিশন পাওয়া যায় ডিজিটাল প্রোডাক্ট এর মার্কেটিং করে।
লিড জেনারেট বা ভিজিটর জেনারেশন:
এফিলিয়েট মার্কেটিং এর মধ্যে অনেকেই ভিজিটর জেনারেশন কেও add করে। যদিও এটার সংজ্ঞা কিছুটা আলাদা।
ভিজিটর এনে দিলেই আপনাকে একটা কমিশন দেওয়া হয়। আপনি মার্কেটিং করবেন ভিজিটর দের কোন কিছু কিনতে হবে না। তারা শুধু account করবে বা জিপ submit করবে, তাহলেই আপনাকে কমিশন দেওয়া হবে। এ সম্পর্কিত আমার একটা বিস্তারিত আর্টিকেল আছে এখানে ক্লিক করে দেখে নিবেন: সিপিএ মার্কেটিং কি? সিপিএ মার্কেটিং করে আয় ২০২৩
এটাকে cpa marketing বলা হয়ে থাকে। সিপিএ মার্কেটিং এ যেহেতু কোন প্রোডাক্ট কিনতে হয় না তাই এর কমিশন অনেক কম হয়ে থাকে।
কি করে কাজ করবো? ( What is affilite marketing bangla 2023 )
এফিলিয়েট এ কাজ করা রকেট সাইন্স তো নয়। তার মানে আপনি চাইলেই কাজ শুরু করে দিতে পারেন।
প্রথম কাজ হবে আপনার একটা প্রোডাক্ট সিলেক্ট করা। এর পর আপনি চাইলেই একটা youtube channel তৈরি করে নিতে পারেন। ঐ channel এ আপনি আপনার মতো করে প্রোডাক্ট রিভিউ করবেন। ঐ প্রোডাক্ট সম্পর্কে info দিবেন।
আর ঐ ভিডিও এর নিচে এফিলিয়েট লিংক দিয়ে দিবেন। এর পর আপনার কাজ হবে মার্কেটিং করা। আপনার মার্কেটিং স্কিল যত ভালো হবে তত sell হবে। আর তত টাকা ইনকাম হতে থাকবে।
অথবা আপনি চাইলেই একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। ঐ ওয়েবসাইট এ আপনি যে প্রোডাক্ট এর এফিলিয়েট করবেন সেই প্রোডাক্ট নিয়ে আর্টিকেল publish করতে পারেন। যখন আপনার ওয়েবসাইট এ ভিজিটর আসবে তখন আপনার এফিলিয়েট প্রোগ্রাম থেকে টাকা আসবে। আবার ঐ একই ওয়েবসাইট থেকে google adsense থেকেও টাকা ইনকাম হবে।
এফিলিয়েট মার্কেটিং যদি আপনি একবার ভালো করে শিখতে পারবেন তা হলে আপনার আর পেছনে ঘুরে তাকাতে হবে না। ইনশাল্লাহ আপনার ভবিষ্যত অনেক ভালো হবে।
কত টাকা আয় করতে পারবো- What is affilite marketing bangla 2023
আপনার মাথায় একটা প্রশ্ন আসতেই পারে আর সেটা হলো আমি এতো যে এফিলিয়েট মার্কেটিং / affiliate marketing এর কথা বলছি, আসলেই কি এখান থেকে টাকা ইনকাম করা সম্ভব? আর যদি টাকা ইনকাম করা সম্ভব হয় তাহলে কত টাকা ইনকাম করা সম্ভব এফিলিয়েট মার্কেটিং করে?
কত টাকা ইনকাম করতে পারবেন এটা পুরোটাই নির্ভর করে আপনি কত ভালো করে এটা শিখতে পেরেছেন। আপনার যদি প্রোপার knowledge থাকে এফিলিয়েট কিভাবে করে বা মার্কেটিং কি করে করতে হয়, তা হলে আপনার ইনকাম অনেক বেশী হবে।
আমি কিন্তু আগেই বলেছি এটা হলো passive income sites তার মানে আপনার ইনকাম হবে 24 ঘন্টা সপ্তাহের সাত দিন। আপনার যত বেশী sell তত বেশী ইনকাম। মাসে এক লক্ষ্য টাকা ইনকাম করে একজন average মানের এফিলিয়েট মার্কেটার।
বেশী ইনকাম করার উপায়: What is affilite marketing bangla 2023
এফিলিয়েট মার্কেটিং এ যেহেতু এফিলিয়েট শুধু মাত্র একটা প্রসেস এর নাম। আপনার আসল knowledge তো মার্কেটিং এ দিতে হবে। তাই আপনাকে মার্কেটিং এর দিকে বিশেষ নজর দিতে হবে। আপনার youtube channel হোক বা ওয়েবসাইট যত বেশী সম্ভব ভিজিটর এর কাজে পৌঁছে দিতে হবে।
এখানে কিছু চেক লিস্ট দিয়ে দিচ্ছি যে গুলো ফলো করে আপনার এফিলিয়েট মার্কেটিং এর জার্নি একটু হলেও উপকৃত হবে বলে আমার বিশ্বাস।
- সঠিক প্রোডাক্ট সিলেক্ট কারা:
এফিলিয়েট মার্কেটিং এ ভালো করার জন্য আপনাকে প্রোডাক্ট বাছাই এ অনেক বেশী মনোযোগ দিতে হবে। এমন হতে পারে যে আপনার পুরো কাজ এর অর্ধেক সময় শুধু মাত্র product সিলেক্ট করতেই লেগে গেছে।
Product রিসার্চ এ যত বেশী সময় দিবেন আপনার success তত তারাতারি হবে। তাই প্রোডাক্ট রিসার্চ করার সময় অনেক কিছুর দিকে খেয়াল রাখবেন।
- সঠিক এফিলিয়েট প্রোগ্রাম সিলেক্ট:
এফিলিয়েট প্রোগ্রাম সিলেক্ট করার আগে বেশ কিছু বিষয় মনে রাখা খুব বেশী জরুরি। যে কোম্পানির সাথে এফিলিয়েট মার্কেটিং করতে চলেছেন সেই কোম্পানির পোডাক্ট কেমন। এর কোয়ালিটি ভালো নাকি খারাপ, কাস্টমার রিভিউ কেমন, প্রোডাক্ট ডেলিভারি আছে নাকি সারা দেশে।
আপনি যেই প্রোডাক্ট নিয়ে এফিলিয়েট শুরু করতে চলেছেন সেই প্রোডাক্ট এর চাহিদা আছে নাকি মার্কেটে। আপনি যদি এমন কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চান যার বাজার এ কোন ডিমান্ড নেই। তাহলে আপনার এফিলিয়েট মার্কেটিং করা পুরোটাই বৃথা যাবে।
- মার্কেটিং এ ভালো করা:
আপনার মার্কেটিং যদি ভালো না হয় তা হলে আপনি যেই প্রোডাক্ট নিয়েই কাজ করেন না কেন আপনি ভালো করতে পারবেন না। আপনার মার্কেটিং এর উপর নির্ভর করে আপনার product সেল হবে।
তাই নতুন নতুন মার্কেটিং পন্থা নিয়ে কাজ করতে হবে। যেন আপনার platform সকল customer এর কাছে পৌছে যায়। বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় হচ্ছে সোস্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং।
- SEO করা
এফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনি ওয়েবসাইট ব্যাবহার করুন আর youtube কে ব্যাবহার করুন। আপনার content এ নিয়মিত organic ভিজিটর নিয়ে আসার জন্য SEO করা লাগবেই। SEO করলে আপনার ওয়েবসাইট থেকে 24 ঘন্টা ইনকাম আসতে থাকবে।
SEO করলে আপনার content এ টার্গেটেট ভিজিটর আসবে আর সেই ভিজিটর কে customer এ convert করা সহজ হবে।
কোথায় থেকে শিখবো:- What is affilite marketing bangla 2023
আপনি যেহেতু এই আর্টিকেল এতো সময় ধরে পড়েছেন তার মানে আপনি এফিলিয়েট মার্কেটিং / affiliate marketing ভালো করেই শিখতে চান। প্রফেশনাল ভাবে যদি এফিলিয়েট মার্কেটিং শিখতে চান, তাহলে দুইটি পথ আছে।
একটা হলো ফ্রি affiliate marketing শেখা আর একটা paid এফিলিয়েট marketing শেখা। আপনার বাজেট আর আপনার শেখার আগ্রহ এর উপর ভিত্তি করে যে কোন একটা বাছাই করতে পাবেন। দুই টার গাইড লাইন নিচে দিয়ে দিচ্ছি।
Free affiliate marketing
আপনি যদি ফ্রি তেই এফিলিয়েট মার্কেটিং শিখতে চান তাহলে আপনাকে অনেক বেশী পরিশ্রম করতে হতে পারে। সেই রকম মানসিক প্রস্তুতি নিয়ে এগোতে হবে।
আপনাকে youtube এ ভালো ভালো ভিডিও দেখতে হবে affiliate marketing বিষয়ে। অনেক আর্টিকেল পড়তে হবে। আর সব থেকে কঠিন যে কাজ তা হলো কোনটা ফেক ভিডিও আর কোনটা আসল এফিলিয়েট মার্কেটিং বিষয়ক ভিডিও সেটা বুঝতে হবে।
সার্চ করে যা পেলেন তা নিয়েই কাজ শুরু করে দিলেন এমন না। আপনাকে রিসার্চ করতে হবে। পুরো বিষয়টা বুঝতে হবে আগে।
পেইড এফিলিয়েট মার্কেটিং শেখা- What is affilite marketing bangla 2023
আপনার যদি কিছু পরিমাণ বাজেট থাকে তা হলে আপনি এই পন্থা আবলম্বন করে এফিলিয়েট মার্কেটিং শিখতে পারেন।
পেইড কোর্স করলে আপনার তেমন কোন বেগ পেতে হবে না। আপনার কাজ হবে শুধু একটা ভালো প্রতিষ্ঠানের এফিলিয়েট এর উপর কোর্স খুজে বের করা।
তার পর আপনাকে step by step এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সব বুঝিয়ে দিবে। কার পর কি শিখবেন এই নিয়ে confused হতে হবে না। এটাই পেইড কোর্স এর সব থেকে বড় সুবিধা।
এফিলিয়েট প্রোগ্রাম: What is affilite marketing bangla 2023
বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর জন্য ভিন্ন ভিন্ন এফিলিয়েট প্রোগ্রাম জনপ্রিয়। এখানে ফিজিক্যাল প্রোডাক্ট আর কিছু ডিজিটাল প্রোডাক্ট এর জন্য সব থেকে জনপ্রিয় affiliate প্রোগ্রাম দিচ্ছি:
Amazon:
পৃথিবীর সব থেকে বড় ফিজিক্যাল প্রোডাক্ট এর বাজার হলো অ্যামাজন। আর মজার বিষয় হলো অ্যামাজন প্রথম এফিলিয়েট প্রোগ্রাম তৈরি করে। তাই সব থেকে বড় এফিলিয়েট প্রোগ্রাম হলো অ্যামাজন এফিলিয়েট প্রোগ্রাম।
Envato marketplace:
এটা সব থেকে বড় ডিজিটাল প্রোডাক্ট এর বাজার। এখানে সব ধরনের ডিজিটাল প্রোডাক্ট পাওয়া যায়।
আপনার যদি প্রোডাক্ট খুশি সেই প্রোডাক্ট নিয়ে এই এফিলিয়েট প্রোগ্রাম এর সাথে কাজ করতে পারবেন। আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলেই হলে এটা আমার জন্য বেষ্ট অপশন হবে।
10 ms:
বাংলাদেশের অনেক বড় একটা অনলাইন কোর্স তৈরি ও বিক্রি করার কোম্পানি হলো 10 মিনিট স্কুল। মজার ব্যাপার হল আপনি চাইলেই 10 মিনিট স্কুল এর অ্যাফিলিয়েট হয়ে তাদের কোর্স বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।
এফিলিয়েট মার্কেটিং নিয়ে কিছু প্রশ্ন: What is affilite marketing bangla
এফিলিয়েট মার্কেটিং কি মোবাইল এ করা সম্ভব?
আসলে মোবাইল এ করা যায় না এমন কোন কিছুই নেই। তবে এখানে বেশ কিছু প্রফেশনাল বিষয় থাকে যে গুলো আসলে মোবাইল এ করা বেশ কঠিন বা সম্ভব নয় বললে ভুল হবে না। যেমন ওয়েবসাইট তৈরি করা। বা ads রান করার মতো টেকনিক্যাল কাজ।
এফিলিয়েট মার্কেটিং আর cpa মার্কেটিং কি একই?
না, বেশ কিছু বিষয় এই দুইটার ক্ষেত্রেই এক হলেও সিপিএ আর এফিলিয়েট এক নয়। এর কারণ আমার আর একটা আর্টিকেল এ বলেছি।
#Topic: অ্যাফিলিয়েট মার্কেটিং কি?
এফিলিয়েট মার্কেটিং কি ? কিভাবে এফিলিয়েট মার্কেটিং করে ঘরে বসে টাকা ইনকাম করা যায়। সেই সব নিয়ে এই আর্টিকেল লেখা।
Post a Comment