একটা ওয়েব হোস্টিং কোম্পানি কি করে? তাদের কাজ হচ্ছে আমাদের ওয়েব কে পৃথিবীর কাছে ওপেন করে দেওয়া। তাই না? তাদের সার্ভার এ আমাদের ওয়েব সাইট স্টোর করে রাখা।

হ্যা একটা ওয়েব হোস্টিং কোম্পানি সুধু আমাদের ওয়েবসাইট স্টোর করে না তারা আমাদের ওয়েবসাইট এর নিরাপত্তার দিকও দেখে থাকে। তাই একটা ভালো এবং ফাস্ট ওয়েব হোস্টিং নেওয়া খুব গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইট এর জন্য।

Here is the top 10 domain hosting company in bangladesh. আপনি যদি best hosting company খুঁজে থাকেন। তাহলে এই ব্লগ আপনার উপকারে আসবে।

Table of Contents

{getToc} $title={Table of Contents}


1.ExonHost

ExonHost

2009 সাল থেকে বাংলাদেশে এই web hosting company সার্ভিস দিয়ে যাচ্ছে। মোটামুটি জনপ্রিয়তার উপরের দিকেই আছে এই reseller hosting company.

Personal website বা business Website এই hosting company’র সার্ভার এ হোস্ট করতে পারেন।

যদি আপনি এখানে মুভ করতে চান তো করতে পারেন।

  • হোস্টিং টাইপ: Web hosting, turbo hosting, BDIX hosting, Reseller hosting
  • সর্বনিম্ন দাম: 245/month
  • Payment method: credit card, PayPal, stripe, bkash

তিনটি plan এ এক মাস মেয়াদি বা এক বছর মেয়াদি হোস্টিং নিতে পারেন। এখান থেকেই ডোমেইন নিতে পারবেন।

2. Hostever- Top 10 Domain Hosting Company in Bangladesh

এই কোম্পানির জন্ম 2011 সালে। however থেকে domain রেজিস্ট্রেশন করতে পারবেন। এটা খুবই ভালো সার্ভিস দেয়।

এই কোম্পানীর কাছে থেকে VPS, RDP, VDS আর Reseller hosting নিতে পারেন। কাস্টমারদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই কোম্পানি। ফ্রি ssl সার্টিফিকেট পাচ্ছেন hosting plan এর সাথে।

3-layer data backup পাবেন যদি আপনি advance plan টা কিনেন। এদের data server বাংলাদেশেও আছে। যার জন্য ওয়েবসাইট এর স্পিড এ কোন সমস্যা হবে না।

  • হোস্টিং প্লান: Corporation, SSD, budget and advance.
  • সর্বনিম্ন দাম: 250 টাকা/ মাস
  • Payment method: payneer, PayPal, Bank Asia, youpay, Mastercard, visa card, upay, রকেট এবং নগদ।

আপনি নিজে এই কোম্পানির হোস্টিং প্লান এ গিয়ে দেখে নিবেন। আসা করি আপনি পছন্দ করবেন।

3. Hosting bangladesh-Top 10 Domain Hosting Company in Bangladesh

Hosting bangladesh একটা অন্যতম জনপ্রিয় domain hosting company in bangladesh. বাংলাদেশের মধ্যে সবথেকে কম প্রাইজ এ সব থেকে ভালো হোস্টিং কোম্পানির নাম যদি বলতে হয় তাহলে hosting bangladesh এর নাম চলেই আসবে।

Hosting bangladesh মুলত corporate hosting solutions এর দিকে ফোকাস করছে। 24 ঘন্টা hosting specialise এর কাছ থেকে সার্পোট পাবেন। তারা best ssl certificate অফার করছে।

  • হোস্টিং টাইপ: SSD, Corporate WordPress, BDIX, Reseller and VPS Server
  • দাম শুরু: 1100 টাকা/ বছর
  • Payment method: PayPal, visa master card.

WordPress hosting প্লান এর সাথে একটি .com ডোমেইন লাইফ টাইম ফ্রি। এই কোম্পানীর কাছ থেকে হোস্টিং প্লান নিতে পারেন যদি আপনার master card থাকে।

 

 

4.Web host bd- Top 10 Domain Hosting Company in Bangladesh

2012 সালে শুরু করা এই কোম্পানির কাছে domain ও hosting দুটোই পাবেন। তারা USA ডাটা সেন্টার ব্যাবহার করে।

তাদের 24/7 সাপোর্ট সিস্টেম থেকে আপনার যে কোন সমস্যার সমাধান করে নিতে পারবেন। বাংলাদেশের সব হোস্টিং কোম্পানির মধ্যে এটা অন্যতম কারণ এর সার্ভিস।

30 দিনের money back গিরান্টির সাথে আপনি তাদের scared hosting plan কিনতে পারবেন।

  • Web hosting type: shared, Reseller, vps server
  • সর্বনিম্ন দাম: 1500 টাকা/ বছর
  • Payment method: City bank, DBBL, National Bank, রকেট, নগদ আর বিকাশ।

5. Host Might – Top 10 Domain Hosting Company in Bangladesh

Host might হচ্ছে worldwide domain hosting provider company. এটা বাংলাদেশে তাদের সার্ভিস দিচ্ছে 2010 সাল থেকে।

Host might এর ডাটা সেন্টার USA তে আছে। বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়ে ওঠার কারণ হলো এর সার্ভিস কোয়ালিটি।

তাদের হোস্টিং প্লান এর সাথে ফ্রি ssl সার্টিফিকেট পেয়ে যাবেন।

  • হোস্টিং টাইপ: shared, Reseller, VPS Server.
  • দাম শুরু হয়েছে: 1499 টাকা/ বছর
  • Payment method: master card, dbbl, বিকাশ, রকেট।

 

6. My light host – Top 10 Domain Hosting Company in Bangladesh

My light host company তাদের এই যাত্রা শুরু করেছে 2013 সালে। এখন পর্যন্ত তারা সুধু সুনাম কুরিয়েছে।

তাদের সাপোর্ট সিস্টেম এ 24/7 যে কোন সমস্যার সমাধান পেতে পারবেন। চার টি হোস্টিং প্লান এর মধ্য থেকে যে কোন একটা সিলেক্ট করে আপনার যাত্রা শুরু করে দিতে পারেন।

  • হোস্টিং টাইপ:dedicated server, VPS Server, Reseller hosting
  • প্রাইজ শুরু হয়: 300
  • Payment method: বিকাশ, DBBL, Visa, Ific bank, city bank and PayPal.

 

7. Dhaka Web host

ঢাকা ওয়েব হোস্ট কোম্পানী হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যেটা 2011 সালে it firm প্রতিষ্ঠা করেছে।

এখনো তারা প্রায় 2200 মানুষ এবং কোম্পানি কে তাদের সার্ভিস দিয়েছে। তারা সব থেকে ভালো সার্ভিস প্রদান করে।

তারা সব থেকে জনপ্রিয় ডাটা সেন্টার ‘liquid web’ ব্যাবহার করে তাদের সার্ভিস দেওয়ার জন্য। বেস্ট Web hosting নিতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

  • Web hosting types: vps, shared and Reseller
  • সর্বনিম্ন দাম: 1300 টাকা/ মাস
  • Payment method: baksh, rocket, bank, master card, or cash

  

8. Ey Host –

EySoft it solution এই কোম্পানি পরিচালনা করে। eyhost থেকে premium hosting সার্ভিস পাবেন। business বা organisation টাইপ কোন কিছু যদি আপনার থাকে তাহলে আপনি এই প্রোভাডার এর কাছ থেকে হোস্টিং কিনতে পারেন।

USA, Europe, Asia তে তাদের ডাটা সেন্টার আছে। আরো বিস্তারিত তথ্য যদি আপনার জানার দরকার হয় তা হলে আপনি তাদের সাপোর্ট এ কথা বলতে পারেন।

  • হোস্টিং টাইপ: shared, WordPress, Reseller
  • Price: 300 টাকা/ মাস
  • Payment method: PayPal visa, master card.

হোস্টিং প্লান এর সাথে একটা ডোমেইন ফ্রি পাবেন এই হোস্টিং কোম্পানির কাছ থেকে হোস্টিং নিলে। 

SN BD Host – Top 10 Domain Hosting Company in Bangladesh

ভালো সার্ভিস আর গ্রহণযোগ্য দাম এর জন্য sn bd host এর সুনাম হয়েছে অনেক। Stater friendly প্লান গুলোর জন্য সবাই এটাকে পছন্দ করে।

সব ধরনের ওয়েবসাইট এর জন্য আলাদা আলাদা হোস্টিং প্লান পাবেন sn bd host এর ওয়েবসাইটে। এছাড়াও ডোমেইন এখানেই পাবেন।

হোস্টিং প্লান: Shared hosting, student hosting, Reseller hosting আর cloud hosting হলো সব থেকে জনপ্রিয়।

হোস্টিং এর দাম: 300 টাকা থেকে শুরু করে আরো অনেক প্লান আছে।

পেমেন্ট মেথড: বিকাশ, নগদ ও রকেট

হোস্টিং প্লান এর সাথে একটা ডোমেইন .com / .xyz ফ্রি পাবেন এই হোস্টিং কোম্পানির কাছ থেকে হোস্টিং নিলে।