Top 10 Cheap Web Hosting in Bangladesh 2023

 Cheap Web Hosting in Bangladesh: আপনি কি কম প্রাইজ এ ভালো ডোমেইন বা হোস্টিং খুঁজছেন? আপনি সঠিক জায়গাতে এসেছেন। 

Top 10 Cheap Web Hosting in Bangladesh 2023


আজ আমরা এই আর্টিকেল এ জানব বাংলাদেশের সব থেকে ভালো এবং কম প্রাইজ এ ডোমেইন বা হোস্টিং কোথায় পাওয়া যায়।

কোম্পানির ওয়েবসাইট বা নিজের পার্সোনাল ওয়েবসাইট এর জন্য যে সব কোম্পানির ডোমেইন নিতে পারেন তার একটা লিস্ট করে রেখেছি। চলুন একটা একটা করে দেখে নেই।

আর হ্যা আমি এখানে যে সব কোম্পানির লিস্ট করেছি এই সব কোম্পানির থেকে আপনি ডোমেইন ও হোস্টিং দুটোই নিতে পারবেন।

Table of Contents

{getToc} $title={Table of Contents}


7. CMSNBD -Cheap Web Hosting in Bangladesh

This is the best Web hosting in bangladesh (bd) অনেক কম প্রাইজ এ হোস্টিং নিতে চাইলে এই খান থেকে নিতে পারেন।

হোস্টিং প্লান:

  1. স্টাটার: এই প্লান এ তিন জিবি স্টোরেজ দিচ্ছে। ফ্রি ssl পাবেন। 2 অ্যাডোন ডোমেইন এর সাথে 25 gb ব্যান্ডউইথ। প্রাইজ মাত্র 99 টাকা / বছর
  2. Basic: এই প্লান এর সাথে একটা .com ডোমেইন ফ্রি দিচ্ছে। আরো 10gb স্টোরেজ পাবেন। যা পার্সোনাল ওয়েবসাইট এর জন্য যথেষ্ট হবে। এটারাও আরো কিছু অফার করছে।

নিজে একবার ভিজিট করে দেখে আসুন। আপনার পছন্দের তালিকায় থাকবে এই কোম্পানি।

তাছাড়া যদি .com ডোমেইন কিনতে চান তা হলে কিনতে পারেন। কারণ .com ডোমেইন এর দাম মাত্র 650 টাকা। আর .xyz ডোমেইন এর দাম 89 টাকা। সব থেকে কম দামে ডোমেইন বা হোস্টিং কোম্পানি এটা।

6. SERVER BD – Cheap Web Hosting in Bangladesh

এই ওয়েব হোস্টিং কোম্পানিতে বিভিন্ন ধরনের হোস্টিং plan পাবেন। পার্সোনাল ওয়েবসাইট থেকে শুরু করে নিউজ পেপার ওয়েবসাইট বা কোম্পানির ওয়েবসাইট এই হোস্টিং প্রোভাডার এর প্যাকেজ এ আছে।

আমি এত প্যাকেজ নিয়ে এখানে আলোচনা করতে পারছি না। আপনি এর ওয়েবসাইট এ গিয়ে একটা একটা করে দেখে নিবেন। আমি সুধু WordPress hosting সম্পর্কে একটু ধারনা দিচ্ছি।

হোস্টিং প্লান:

  1. WordPress list:

এই প্যাকেজ এর মধ্যে একটা WordPress install করতে পারবেন। 2 gb ram দিচ্ছে। 5gb স্টোরেজ এর সাথে এই প্লান বেশ ফাস্ট Web hosting হবে।

এই কোম্পানির কাছেই কিন্তু আপনি আবার ডোমেইন ও নিতে পারছেন সব থেকে কম দামে।

.com ডোমেইন এর দাম হচ্ছে মাত্র 799 টাকা। আর একটা কথা এই সাইট এ কিন্তু আপনি .com.bd ডোমেইন পাচ্ছেন। এই ডোমেইন এর প্রাইজ হলো 2,000 টাকা।

এছাড়াও আরো ডিল আছে যেমন .us ডোমেইন মাত্র 299 টাকা যা এই কোম্পানির ওয়েবসাইট এ না গিয়ে দেখতে পাবেন না।

একবার ওদের ওয়েবসাইট থেকে ঘুরে আসুন। হয়তো আপনার পছন্দের ডিল এই কোম্পানিতেই আছে।

 

5. Web host bd -Cheap Web Hosting in Bangladesh

একটা সুন্দর ও পারফেক্ট হোস্টিং প্যাকেজ যদি আপনার দরকার হয় তাহলে Web host bd থেকে ঘুরে আসতে পারেন। কারণ personal সাইট ও প্রফেশনাল সাইটের জন্য হোস্টিং প্লান আছে তাদের কাছে।

আপনার ওয়েবসাইট এর ধরন অনুযায়ী 1500 টাকা থেকে শুরু করে 3,000 টাকার প্লান পর্যন্ত নিতে পারেন।

প্রফেশনাল বা বিজনেস সাইটের জন্য 4500 থেকে 8,000 এর মধ্য একটা হোস্টিং প্লান সিলেক্ট করে আপনার অনলাইন যাত্রা শুরু করতে পারেন। (Cheap Web Hosting in Bangladesh)

 

হোস্টিং প্লান:

ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকটা হোস্টিং প্লান আছে। তবে আমরা যেহেতু Web hosting নিয়ে কথা বলছিলাম তাই এইখানেও ব্যাতিক্রম করতে চাই না।

মোটামুটি একটা ওয়েবসাইট এর জন্য বেস্ট প্যাকেজ হলো 25,00 টাকার প্রান টা। এখানেই আপনার একটা মিডিয়াম সাইজের ওয়েবসাইট হোস্ট করতে পারবেন।

আর যদি আপনার ওয়েবসাইট অনেক বড় হয় তাহলে 8,000 টাকার যে প্লান টাকার আছে ঐটা দেখতে পারেন। আমার মনে হয় না ওটা আপনার দরকার হবে।

 

ডোমেইন প্রাইজ

কথা মতো এই সাইট থেকেও আপনি ডোমেইন রেজিস্ট্রেশন করার সুযোগ পাচ্ছেন। .com ডোমেইন এর রেজিস্ট্রেশন প্রাইজ হবে হলো 999 টাকা।

আর .com.bd ডোমেইন এর রেজিস্ট্রেশন প্রাইজ হবে হলো 2150 টাকা। তবে এই টাকা দুই বছরের জন্য তার মনে এক বছরে প্রাইজ হচ্ছে 1100 টাকার মতো।

আপনার জন্য হয়তো একটা প্রারফেক্ট ডিল এই কোম্পানি প্লান এর খুজে পাবেন। (Cheap Web Hosting in Bangladesh)

 

4. EHost- Cheap Web Hosting in Bangladesh

ছোট কোন ওয়েবসাইট হোস্ট করার দরকার হয় অনেক সময়ই। কোন একটা landing page দরকার তখন তো বেশী দামের দিয়ে হোস্টিং কেনার দরকার নেই।

এমন হয় যে ওয়েবসাইট 1 মাস বা 6 মাস এর জন্য লাইভ রাখবো। তাই আপনি cpa মার্কেটিং এর সাথে জড়িত ভাহলে এমন রিকুয়ারমেন্ট তো থাকবেই।

সেই কথা বিবেচনা করে এই হোস্টিং কোম্পানির প্যাকেজ ডিজাইন করা। যেমন আপনার requirement তেমন কোন একটা প্যাকেজ নিয়ে আপনার ব্যাবসা চালিয়ে নিতে পারবেন।

হোস্টিং প্লান

সব থেকে কম যেই প্লান সেটার দাম হলো 800 টাকা। এই প্লান নিতে পারেন যারা এক পেজ এর একটা landing page তৈরি করবেন। লিড জেনারেশন করবেন তারা এই প্লান এর দিক এ যেতে পারেন।

যারা বেশী পেজ আর বেশী ভিজিটর নিয়ে কাজ করবেন তারা তাদের প্লান অনুযায়ী 12,00 থেকে 23,00 টাকার প্লান দেখতে পারেন।

ডোমেইন প্রাইজ

হ্যা এই সাইট থেকেও ডোমেইন কিনতে পারবেন। .com ডোমেইন এর দাম হলো 999 টাকা রেজিস্ট্রেশন মূল্য।

আপনি যদি এক বছর পর রিনিউ করতে যান তাহলেও ঐ একই পরিমাণ টাকা খরচ করতে হবে।

ট্রান্সফার করতে গেলেও ঐ একই পরিমাণ টাকা লাগবে। শুধু .com ডোমেইন এর জন্য না সব ডোমেইন এর জন্য একই ব্যাপার।

তো কি ভাবছেন দেখে আসুন!

 

3. Hosting Bangladesh – Cheap Web Hosting in Bangladesh

Hosting bangladesh বেশ ভাল অপশন হবে যদি আপনি একটা ব্লগ সাইট তৈরির কথা ভাবছেন তা হলে। কারণ এর হোস্টিং প্লান এমন করেই তৈরি করা হয়েছে।

হোস্টিং প্লান

নতুন একটা ব্লগ সাইট বা অ্যাফিলিয়েট সাইট তৈরির জন্য 1100 টাকার Stater প্লান নিতে পারেন। আপনি যদি প্লান করেন যে না, আমি একটা বড় ওয়েবসাইট তৈরি করবো ভিজিট বেশী আসবে তা হলে 3500 টাকার যে প্লান আছে ঐটায় যেতে পারেন।

তবে আমার মতে অল্প থেকে শুরু করা উচিত। পরে যদি দরকার হয় তাহলে আপগ্রেড করে নিলেই হবে।

ডোমেইন প্রাইজ:

যখন প্রমোশন চলে তখন হোস্টিংএর সাথে ডোমেইন ফ্রি দেয়। তাছাড়া আপনি .com ডোমেইন 1200 টাকা দিয়ে কিনতে পারবেন। এই সাইট এ .com.bd , .net.bd ,.info.bd, .org.bd , .edu.bd .ac.bd বা .gov.bd ডোমেইন কিনতে পারবেন খুব কম প্রাইজ এই।

আপনার যদি এমন কোন প্লান থাকে যা এই প্যাকেজ এর সাথে মিলে যায় তাহলে দেখে আসুন hosting bangladesh এর ওয়েবসাইট থেকে।

 

2. Intel Web hosting- Cheap Web Hosting in Bangladesh

Intel Web hosting- Cheap Web Hosting in Bangladesh

আমার পছন্দের হোস্টিং প্লান আছে এই কোম্পানি হোস্টিং প্লান এর মধ্য। যদি বলতে বলেন যে সব থেকে কম প্রাইজ এ সব থেকে বেশী ভাল ডিল কোনটা হবে? তাহলে আমি বলবো Intel Web hosting এর কথা।

কারন মাত্র 1200 টাকায় একটা .com ডোমেইন দিচ্ছে। 10 gb nvme ssd স্টোরেজ আবার ফ্রি ssl এছাড়াও তিনটা ওয়েবসাইট সাপোর্ট যা অনেক প্রিমিয়ার প্লান এ থাকে না।

 

হোস্টিং প্লান:

1190 টাকা দিয়ে 10gb NVME SSD স্টোরেজ এর সাথে এই কোম্পানির Web hosting প্লান শুরু। সব ধরনের ওয়েবসাইট হোস্ট করার জন্য এটা একটা বেষ্ট অপশন।

কারণ এই একই কোম্পানির মধ্য তারা অফার করছে Web hosting, Reseller hosting, VPS Server সহ আরো 10 টার বেশী প্লান।

যা আপনার প্রয়োজনীয়তা কে পূর্ন করে যথেষ্ট হবে।

ডোমেইন প্রাইজ:

এই ওয়েবসাইট এ .com ডোমেইন যদি আলাদা করে নিতে চান তাহলে আপনার প্রাইজ পরবে 799 টাকা। যা অন্য সব কোম্পানির থেকে কম।

কর যদি হোস্টিং নেন তাহলে তো একটা .com ডোমেইন পাচ্ছেন। নতুন ওয়েবসাইট স্টাট করার জন্য এই কোম্পানির প্লান গুলো সব থেকে বেষ্ট হবে বলে আমার ধারনা।

দেখে আসুন আপনার পছন্দের ডিল নিতে।

 

1. SNBD Host – Cheap Web Hosting in Bangladesh

বাংলাদেশ এর মধ্যে সব থেকে ভালো এবং বাজেট friendly হোস্টিং প্লান নেওয়ার জন্য SN BD Host হলো বেস্ট অপশন। সব ধরনের ওয়েবসাইট হোস্ট করার জন্য আলাদা আলাদা Customized হোস্টিং প্লান এখানে পাবেন।

সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা SNBD Host কে অন্য সব hosting company থেকে আলাদা করে তা হলো এর price বা দাম।

হোস্টিং প্লান

SNBD Host এর ওয়েবসাইট থেকে প্রায় সব ধরনের ওয়েবসাইট এর জন্য আলাদা আলাদা হোস্টিং প্লান নিতে পারবেন। এর জন্য খরচ কমে যাবে। আপনার যদি business বা blog সাইট হয়ে থাকে তাহলে “professional Hosting” বা “blog/Business Hosting” এই দুইটার মধ্যে যে কোন একটা নিতে পারেন।

ডোমেইন প্রাইজ:

হোস্টিং এর মতো ডোমেইনও পাচ্ছেন অন্য সব সাইটের থেকে কম দামে। .com ডোমেইন এখানে পাচ্ছেন মাত্র 799 টাকায় আর .net এর দাম 650 টাকা। .com.bd ডোমেইন এই ওয়েবসাইট থেকে নিতে পারবেন। এছাড়াও কম দামে মোট 31টা domain extension পাচ্ছেন snbd Host এর ওয়েবসাইটে।

বাংলাদেশের বেষ্ট ডোমেইন হোস্টিং প্লান নেওয়ার জন্য এখানে ক্লিক করুন-


#Topic: Cheap Web Hosting in Bangladesh

আমি এই আর্টিকেল এ এমন কয়েকটি Web hosting কোম্পানিকে তুলে ধরার চেষ্টা করেছি যারা কম দামে ভালো সার্ভিস দেয়।

যারা নতুন ওয়েবসাইট শুরু করতে যাচ্ছে তাদের জন্য সব থেকে উপকার হবে বলে আমি মনে করি।

আমার ভুলগুলো তুলে ধরবেন। আপনার যারা যদি এমন cheap price Web hosting provider থাকে তাহলে কমেন্ট এ জানাবেন। আমি জানতে আগ্রহী।

Post a Comment

أحدث أقدم