online income bd payment bkash. আপনি হয়তো এই ব্লগ এ আসার আগে বেশ কিছু ভিডিও বা ব্লগ এ গিয়েছেন।
কীভাবে অনলাইন এ ইনকাম ( online income bd payment bkash) করা যায় এটা জানার জন্য।
এই টপিক এর উপরে প্রচুর ভিডিও বা ব্লগ আমি নিজেও পড়েছি। আমি যখন এই লাইনে নতুন ছিলাম তখন।
অনলাইন টাকা ইনকাম ( online taka income) এর উপর আপনি যতই ভিডিও দেখবেন ততই যেন হারিয়ে যাবেন। এক জন বলবে এক কথা আরেক জন বলবে আরেক কথা।
আমি এই ব্লগ আর্টিকেল এ অনলাইন এ কত রকম ভাবে ইনকাম করা যায়? কোন কোন সাইট কে বিশ্বাস করা যায়? কোন পথে গেলে সারাজীবন অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।
এ সব বিষয় নিয়েই আজকের এই ব্লগ তাই মনোযোগ দিয়ে পড়তে থাকুন।
অনলাইন এ কাজ করে দিনে 1000 টাকা বা তার বেশী ইনকাম করা সম্ভব। যদি আপনি দেশী ইনকাম সাইটে কাজ করতে চান তাহলে এটা সম্ভব হবে না।
অনলাইন থেকে ইনকাম করে payment bkash এ নিতে পারবেন। বিকাশ ছাড়াও আরও অনেক মাধ্যমে আপনি আপনার ইনকাম করা টাকা নিতে পারবেন।
Online income করে payment bkash এ নিতে চাইলে আপনার Online Income bd site বা taka income apps এ কাজ করতে হবে। এ বিষয়ে আমি আগেও একটা ব্লগ প্রকাশ করেছি।
Table of Contents
{getToc} $title={Table of Contents}
Online income bd payment bkash
অনলাইনে ইনকাম করা বেশ সহজ আবার একই সাথে কঠিন। কারন যদি আপনি বিষয়টা বুঝে যান। আর enjoy করেন তাহলে online income করা সহজ কাজ। এর মতো সহজ কাজ আর নেই।
আর যদি আপনি না বুঝে এদিক সেদিক ঘুরতে থাকেন তাহলেই হলে এটা আপনার জন্য অনেক জটিল কাজ হয়ে দ্বারাবে।
এ সমস্যার সমাধান এ জন্য আপনার চাই প্রচুর ধৈর্য। আর কোন কাজে লেগে থাকার মতো ইচ্ছা শক্তি।
অনলাইন এ টাকা ইনকাম সম্ভব যদি আপনি একটা সঠিক রাস্তায় দীর্ঘ দিন লেগে থাকেন। আর যদি এমন করেন যে এটা কিছু দিন করেন, ওটা কিছু দিন করেন দিন শেষে দেখা যাবে আপনার থলি শূন্য।
চিন্তার কোন কারণ নেই, আজ আমি আপনাদের সাথে অনলাইন এ ইনকাম করার কিছু সঠিক রাস্তার সন্ধান দেব। ঐ রাস্তায় কাজ করবেন কি না তা আপনার সিদ্ধান্ত।
Online income bd site payment bkash:
Payment bkash এ নেওয়ার জন্য বাংলাদেশী বেশ কিছু income app আছে। ওগুলো ট্রাই করে দেখতে পারেন।
আমি এর আগে একটা ব্লগ এ এমন কয়েক টা বাংলাদেশী টাকা ইনকাম অ্যাপ (taka income apps) নিয়ে আর্টিকেল লিখেছিলাম।
আপনি যদি অনলাইন এ ইনকাম করে টাকা বিকাশ এ নিতে চান তো আপনার জন্য বেস্ট ইনকাম সাইট হবে work up job.
কারণ আমি এর আগে অনেক বাংলাদেশী income site নিয়ে কাজ করেছি। সেখানে দেখেছি প্রথম দিকে লোকজন ভিরিয়ি নেওয়ার জন্য কিছু টাকা দেয়। তার পর আর টাকা দেয় না।
কিন্তু work up job এ এমন কোন রিপোর্ট নেই। work up job এ কাজ করলে আপনি 100% payment পাবেন। এটা একটা Micro job online Income site.
আমি এর আগেই এই সাইট নিয়ে কথা বলেছি ওটা দেখুন।
আপনি যদি online এ life time ইনকাম করতে চান তাহলে আপনার এখানেই আটকে থাকলে চলবে না। এখন আমি বলবো কিভাবে আপনি অনলাইন এ একটা ক্যারিয়ার গড়তে পারেন।
ফ্রিল্যান্সিং করে আয় করুন- online income bd payment bkash
বর্তমান সময়ে দেখুন প্রচুর যুবক অনলাইন এ তাদের জীবন গুছিয়ে নিচ্ছে। সুধু ফ্রিল্যান্সিং করে তাদের সংসার চালাচ্ছে।
ফ্রিল্যান্সিং বলতে আমরা দেশে বসে বিদেশের ক্লাইন্ট এর কাজ করে দেওয়া কেই বুঝি। ব্যাপার টা কিছুটা এমনি।
তবে ফ্রিল্যান্সিং করে ইনকাম করার জন্য আপনার প্রথমে একটা নির্দিষ্ট স্কিল শিখতে হবে। এখন প্রশ্ন আসে কোন স্কিল টা শিখবো?
কাজ করা জন্য অনেক অনেক স্কিল আছে। তবে সব স্কিল শেখা তো সম্ভব না। আমাদের দেশের অনেকেই গ্রাফিক্স ডিজাইন এর উপর স্কিল অর্জন করে ফ্রিল্যান্সিং করছে। আমার এই ব্লগ পড়লেই গ্রাফিক্স ডিজাইন স্কিল শেখার উপর একটা পরিস্কার ধারনা পাবেন।
এছাড়াও আরো বেশ কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং স্কিল আছে। যেমন:
1.Web design- online income bd payment bkash
এখন সব কোম্পানির একটা করে ওয়েবসাইট আছে। আর এই ওয়েবসাইট পরিচালনা করতে হয়। আমাদের দেশের অনেকেই এই কাজ করে অনেক অনেক ডলার ইনকাম করছে।
2.SEO (online income bd payment bkash)
এটাও ওয়েবসাইট সম্পর্কিত কাজ। SEO এর পূর্ণরূপ হলো Search Engine Optimisation.
অনলাইন এ এতো এতো ওয়েবসাইট আছে যে তার কোন শেষ নেই। নিজেদের কোম্পানির ওয়েবসাইট সবার উপরে নিয়ে আসার জন্য SEO Expert দরকার হয়।
এই সেক্টরেও বিশাল সুযোগ ফ্রিল্যান্সিং করে ইনকাম করার জন্য।
3.Video Editing (online income bd payment bkash)
ভিডিও এডিট এর কাজ করে ইনকাম করা যায় এটা আমি আগে জানতাম না। এখন fiverr এ গিয়ে সার্চ করে দেখি অনেক অনেক কাজ এখানে।
বিভিন্ন content creator তাদের ভিডিও এডিট করে নিচ্ছে। এখানেও বেশ বড় সুযোগ আপনার ভালো করার।
এছাড়াও এতো এতো ফ্রিল্যান্সিং স্কিল আছে শেখার মতো যে এটা নিয়ে একটা পুরো আর্টিকেল এ শেষ করা যাবে না।
ব্লগিং করে ইনকাম করুন-online income bd payment bkash
তিন প্রকার কন্টেন্ট এর মধ্যে লিখিত কন্টেন্ট সব থেকে পুরনো। আর সব থেকে বেশী ব্যবহার করা হয়।
ব্লগ ওয়েবসাইট তৈরি করে সেখানে নিয়মিত আর্টিকেল প্রকাশ করে ইনকাম করতে পারেন।
ব্লগিং ওয়েবসাইট মনিটাইজড
যে কোন ব্লগিং ওয়েবসাইট প্রধানত দুই ভাবে মনিটাইজড করা যায়। বা বলতে পারেন এই দুই ভাবে মনিটাইজড করে বেশিরভাগ মানুষই ইনকাম করছে।
Google adsense
প্রায় সকল ব্লগার Google adsense থেকে ইনকাম করে। ব্লগ মনিটাইজেশন নিতে Google এর কিছু নিয়ম কানুন মেনে ওয়েবসাইট তৈরি করলেই monetization পাওয়া যায়।
2. Affiliate marketing
অনেকে ওয়েবসাইট এ দেখবেন যে বিভিন্ন প্রোডাক্ট এর লিঙ্ক দিয়ে দিচ্ছে। সেই লিঙ্ক এ ক্লিক করলে আপনাকে ঐ প্রোডাক্ট কিনতে বলবে। এটা মূলত Affiliate marketing.
যদিও affiliate marketing বলতে আরো বিস্তারিত তথ্য দিতে হবে কিন্তু এই আর্টিকেল ঐ দিকে নিতে চাচ্ছি না।
যদি আপনি জানতে চান যে ব্লগ ওয়েবসাইট দেখে কি কি উপায়ে ইনকাম করা যায় তা হলে আমাদের এই ব্লগ পড়তে পারেন। ঐখানে সব রকম বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।
আমার আরেকটা ব্লগ এ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে এখন এসেও আর্টিকেল লিখে প্রচুর পরিমাণ ইনকাম করা যায়।
কোন কোন টপিক এ ব্লগ লিখে success হওয়া যাবে না। কোন কোন টপিক এ এখনো আর্টিকেল লিখে ভালো ইনকাম কবে। আর্টিকেল দিয়ে কিভাবে কিভাবে ইনকাম করা যায়। এসব জানতে চাইলে আমার এই ব্লগ দেখতে হবে।
“ব্লগিং শুরু করা কি উচিত”
ভিডিও তৈরি করে আয়- online income bd payment bkash
ভিডিও থেকে ইনকাম করা যায়। এটা সম্ভবত কারো কাছে অজানা নেই। ভিডিও তৈরি করে সেই ভিডিও Youtube এ অথবা facebook এ প্রকাশ করতে হবে।
এর এর youtube বা ফেসবুক এর নিয়ম পূর্ণ হলেই ভিডিও তে ad দেখানো শুরু হবে। ব্যাস ইনকাম শুরু।
আমাদের দেশে অনেক অনেক youtuber আছে। যেখানে সেখানেই youtuber. আমাদের দেশের জনপ্রিয় কিছু ভিডিও নিশ হলো: (online income bd payment bkash)
- Tech video / tutorial video
অনলাইন এর বা offline এর বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে ভিডিও তৈরি করে youtube বা Facebook এ ছাড়তে পারবেন।
- Gaming video
মোবাইল গেম এর বা pc গেম এর বিশেষ বিশেষ মুহূর্ত স্কিন রেকর্ড করে ভিডিও তৈরি করে youtube এ আপলোড দিচ্ছে অনেকেই। এমন ভিডিও তরুণ সমাজের কাছে অনেক জনপ্রিয়।
- Vlogs
এখন অনেক জনপ্রিয় হচ্ছে vlog ভিডিও। আমরা তো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে ঘুরতে যাই। সেই ভিডিও সুন্দর করে এডিট করে youtube বা Facebook এ আপলোড করে দিতে পারেন।
- Fashion
বিভিন্ন ধরনের ফ্যাশন প্রোডাক্ট বা ফ্যাশন স্টাইল নিয়ে ভিডিও তৈরি করে youtube এ দিতে পারেন। বর্তমান সময়ে সবাই Fashion sensitive তাই এই নিশ এ কাজ করলে আমার মনে হয় কম সময় অনেক ভালো করা সম্ভব।
এভাবে বলতে থাকলে শেষ হবে না। তাই আপনি যদি youtube এ বা ভিডিও তৈরিতে ক্যারিয়ার গড়তে চান তা হলে এই সব নিস এ কাজ করতে পারেন বা নিজে রিসার্চ করে নিশ সিলেক্ট করতে পারেন।
শেষের কথা:
#topic:online income bd payment bkash
এই ব্লগ এ আমি আপনাদের সামনে অনলাইন থেকে ইনকাম করা কয়েকটা মাত্র পথ আলোচনার চেস্টা করেছি। কিভাবে ইনকাম করে বিকাশ এ নিতে হয় তা বলেছি। আর কোন কোন উপায়ে ইনকাম করে ইনকাম এ ক্যারিয়ার গড়তে হয় তা বলার চেস্টা করেছি।
এছাড়াও আরো উপায় আছে ওগুলো নিয়ে অন্য কোন দিন লিখবো। তার জন্য আমাদের সাইটের নোটিফিকেশন অন করে নিবেন।
Post a Comment