মোবাইলের জন্য সেরা ১০ টি ফটো এডিটিং অ্যাপ। বর্তমান যুগ ভাইরাল এর যুগ। এখন সবাই চায় সোশ্যাল মিডিয়া তে নিজেকে স্মার্ট ভাবে উপস্থন করতে। সবাই চায় ভাইরাল হতে।
সবাই চেষ্টা করে সোসিয়াল মিডিয়াতে কোনো পিক বা ভিডিও আপলোড করলে সেটা এডির করে সুন্দর করতে।
আবার অনেকেই চেষ্টা করেও সঠিক অ্যাপ্লিকেশন এর সাথে পরিচয় না থাকার কারণে নিজেকে স্মার্ট ভাবে সোসিয়াল নেটওয়ার্কের উপস্থান করতে পারে না।
আজকে আমি এমন কিছু অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিবো যেগুলো যদি আপনার ফোনে থাকে আর আপনি সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তাহলে ভাইরাল তো হবেনই আবার প্রফেসনাল ভাবে কাজ ও করতে পারবেন।
আসুন জেনে নেই ফটো এডিটিং এর বেস্ট কিছু অ্যাপ্লিকেশন সম্পর্কে:
Table of Contents
{getToc} $title={Table of Contents}
10. photo tune: মোবাইলের জন্য সেরা ১০ টি ফটো এডিটিং অ্যাপ
অনেক সময় আমরা ফটো মেসেঞ্জার বা অন্যান্য মাধম্যে আদান প্রদান করে থাকি যার জন্য ফটো নষ্ট হয়ে যায়,ঝাপসা হয়ে যায়। অনেক এডিট করার পরও সেটা ঠিক করা যায় না।
আপনার ফোনে যদি photo tune অ্যাপ্লিকেশন টা থাকে তাহলে আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। এই অ্যাপ্লিকেশন আপনার ঝাপসা পিক ক্লিয়ার করবে এবং আপনার পিক HD করে রেজ্যুলেশন হাই করবে।
এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি পিক গুলা ক্লিয়ার করতে পারবেন, পিক HD করতে পারবেন আর পিকের রেজ্যুলেশন বাড়াতে পারবেন।
9. Retouch: best mobile photo editing app 2023
অনেক সময় আমাদের পিকে থার্ড অবজেক্ট চলে আসে।
অনেক পিক একসাথে তুলার কারণে তখন হয়তো খেয়াল করা হয়না কিন্তু পরে সেটা খেয়াল করা যায়। এবং সেই থার্ড অবজেক্ট পিকের সুন্দর্য নষ্ট করে।
তাই সেই পিকের থার্ড অবজেক্ট erase করতে চাইলে আপনাকে retouch ব্যবহার করতে হবে।
Retouch এর মাধ্যমে আপনি পিকের সুন্দর্য নষ্ট করি অবজেক্ট erase করার কাজে লাগে।
8. After Focus PRO: মোবাইলের জন্য সেরা ১০ টি ফটো এডিটিং অ্যাপ
আমরা একেক জন একেক একেক ধরনের ডিভাইস দিয়ে পিক তুলি। অনেক সময় সঠিক আবহাওয়া না থাকার কারণে পিকে ব্লার টা মন মত হয়না। যার ফলে পিক দেখতে সুন্দর লাগে না।
After focus pro এর সাহায্যে আপনি আপনার পিক মনে মত ব্লার করে নিতে পারেন। আপনার পিকে যদি হাইলি ব্লার করতে চান তাহলে আপনি এই অ্যাপ্লিকেশন টি ব্যবহার করতে পারেন।
7. Huion sketch: best mobile photo editing app 2023
Huion sketch এর সাহায্যে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি। অনেক পিকে সুন্দর্য বৃদ্ধির জন্য ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়।
এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্যে আপনি এই Huion Sketch ব্যবহার করতে পারি।
এই অ্যাপ্লিকেশনে মূলত লেয়ার নিয়ে কাজ করার সুবিধা রয়েছে। আরো রয়েছে কালার ঠিক করার জন্যে বিভিন্ন ব্রাশ। সেই ব্রাশ গুলার সাইজ ইচ্ছা মত ছোট বড় করে নিয়ে কাজ করতে পারি।
6. Adobe Photoshop Fix: মোবাইলের জন্য সেরা ১০ টি ফটো এডিটিং অ্যাপ
আমরা সবাই জানি adobe এর অ্যাপ্লিকেশন মানেই হাইফাই ব্যাপার।
Adobe Photoshop Fix এর অ্যাপ্লিকেশন এর সাহায্যে আমরা আমাদের পিকের লাইট অ্যাডজাস্ট করতে পারি।
এর একটি বিশেষ গুণ হলো ফটো smoth করা। এতে বেশ কিছু ব্রাশ রয়েছে ফটো smooth করার জন্যে। এই ব্রাশ গুলার সাহায্যে ফটো smooth করতে পারি এই ব্রাশ এর সাইজ ইচ্ছা মত কমানো বাড়ানো যায়।
5. Autodesk sketchbook: best mobile photo editing app 2023
এই অ্যাপ্লিকেশন একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন। এই পিক দিয়ে অনেকেই প্রফেসনাল ফটো এডিট করে। এই অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করার সময় মনে হবে আপনি কম্পিউটারে কাজ করছেন।
এই অ্যাপ্লিকেশনে রয়েছে ব্রাশ এর সমাহার। আরো রয়েছে লেয়ার নিয়ে কাজ করার সুবিধা।
এই অ্যাপ্লিকেশনে পিক নিয়ে ব্রাশ দিয়ে কাজ করতে হয়। ব্রাশ এর সাহায্যে আপনি ফেস স্মুথ চুল কালার চুল পরিবর্তনসহ নানা রকম কজ করার সুবিধা রয়েছে। এই ব্রাশ এর সাইজ ইচ্ছা মত ছোট বড় করার সুবিধা আছে।
4. PS touch CC: মোবাইলের জন্য সেরা ১০ টি ফটো এডিটিং অ্যাপ
Ps touch cc এই অ্যাপ্লিকেশন টা জনপ্রিয় একটি প্রিয় অ্যাপ্লিকেশন। যারা ইনস্টাগ্রামের জন্যে ফটো এডিট করে তারা মূলত এই অ্যাপ বেশি ব্যবহার করে।
এই অ্যাপ্লিকেশনে মূলত লেয়ার নিয়ে কাজ করা হয়।
আপনি যদি আপনার পিকের ব্যাকগ্রাউন্ড সুন্দর্য বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে এই অ্যাপ ব্যবহার করতে হবে। এইখানে একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে তার উপর আপনার পিক সেট করে কাজ করতে হয়। এই অ্যাপ ডিফল্ট অনেক গুলা লেয়ার পাওয়া যায়।
এই অ্যাপে আরো পাচ্ছে drow টুলস। আর মাধ্যমে আপনি পিকে drow করতে পারেন। এবং পিক কালার অ্যাড জাস্ট করে নিতে পারেন।
3. snapseed: best mobile photo editing app 2023
Snapseed একটি জনপ্রিয় এবং পুরাতন অ্যাপ।
আপনি যদি আপনার পিকে মনের রঙে সাজাতে চান তাহলে আপনি এই অ্যাপ ব্যবহার করতে পারেন।
এতে রয়েছে কালার অ্যাডজাস্ট টুলস হিলিং টুলস,ডবল এক্সপোজার হেড পোজ,লেন্স ব্লার,ভিনটেজ,ভাইনেটে ফ্রেম সহ নানা রকম জন প্রিয় টুলস।
এর মাধ্যমে আপনি পিকে ব্লার করতে পারবেন। আপনার পিকে ফেস যদি কোনো দিকে বাঁকা থাকে সেটাও ঠিক করতে পারবেন।
আপনি যদি আপনার পিক প্রফেসনাল ভাবে এডিট করতে চান তাহলে এই অ্যাপ আপনার ফোন অবশ্যই থাকতে হবে।
2. picsart: মোবাইলের জন্য সেরা ১০ টি ফটো এডিটিং অ্যাপ
Picsart এর কথা বলে শেষ হবে না, এটা এতটাই জনপ্রিয় এটার কথা বলে শেষ হবে না।
অনেকেই চায় তার পিকে স্টিকার লাগিয়ে,চুল কালার করে পিকের সুন্দর্য বৃদ্ধি করতে।
এই অ্যাপ চুল লাগাতে চোখের কালার পরিবর্তন করতে,আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য ব্যাকগ্রাউন্ড লাগাতে খুব কাজে লাগে।
এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি আপনার মনের মত করে পিক এডিট করতে পারেন।
এই অ্যাপ্লিকেশন বেশি জনপ্রিয় তার স্টিকার অ্যাড এর জন্যে । এই পিকে আপনি সরাসরি অনলাইন থেকে স্টিকার নিয়ে কাজ করতে পারেন।
সব মিলিয়ে বলা যায় এটি একটি অলরাউন্ডার অ্যাপ।
1. Lightroom mobile: best mobile photo editing app 2023
আপনি যদি স্মাটফোন ব্যবহার করে থাকেন তাহলে lightroom এর নাম একবার হলেই শুনছেন। হ্যা এই অ্যাপ এতটাই জনপ্রিয়।
এই অ্যাপ লিস্টের এক নম্বরে রাখার কারণ এর জনপ্রিয়তা না,লিস্টের প্রথমের রাখার কারণ এর কাজ।
আর আপনি যদি প্রফেশনাল কাজ করতে চান তাহলে আপনাকে এই অ্যাপ রাখতেই হবে।
এখন পর্যন্ত যত গুলো অ্যাপের কথা বললাম এর সব গুলোর কাজ পাবেন এই অ্যাপে।
আপনি যদি আক্কাছ আলী থেকে ঝাক্কাছ আলী হতে চান তাহলে আপনাকে এই অ্যাপ ব্যবহার করতে হবে।
এই অ্যাপের কালার কালেকসন এতোই টাই সুন্দর যা যেকোনো মানুষকে মুগ্ধ করবে।
এই পিকে আরো পাচ্ছেন প্রিসেট অ্যাড টুলস। অনেক সময় আমরা অন্যের ইডিট অনেক ভালো লাগে আমরাও চাই ঐরকম এডিট করতে ,কিন্তু পারি না সেই ক্ষেত্রে আপনি প্রিসেট ব্যবহার করে ঐরকম এডিট করতে পারেন।
এতে পাচ্ছি লাইট অ্যাডজাস্ট ,স্মুথনেস বিভিন্ন ইফেক্ট।
সব মিলিয়ে একদম অলরাউন্ডার অ্যাপ।
আপনি এডিট করতে চাইলে 100% এই অ্যাপ আপনার ফোনে থাকতে হবে।
Topic: মোবাইলের জন্য সেরা ১০ টি ফটো এডিটিং অ্যাপ
মোবাইলের জন্য সেরা ১০ টি ফটো এডিটিং অ্যাপ
إرسال تعليق