বর্তমানে সবার কাছে android মোবাইল ফোন আছে। এখন মোবাইল ফোন একটা খুব জরুরী জিনিস হয়ে গেছে। দিন দিন মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা যেমন বেরে যাচ্ছে তেমন বেরে যাচ্ছে মোবাইল গেম এর সংখ্যা।

আপনি হয়তো কোন না কোন মোবাইল গেম নিয়মিত খেলে যাচ্ছেন। এখন আপনার মনে প্রশ্ন আসা খুব সাভাবিক যে এমন কি কোন গেম আছে যেটা খেলে আমি টাকা ইনকাম করতে পারবো?

হ্যা, আছে এমন অনেক গেম আছে যে গুলো খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন আপনার হাতের মোবাইল ফোন দিয়েই। এই সব গেম নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই আর্টিকেলে।

আপনার গেম খেলতে তো সবারই অনেক ভালো লাগে। এই ভালো লাগার সাথে সাথে যদি খাইছে টাকা ইনকাম করা যেত তাহলে খারাপ হতো না। গেম খেলার উপর নিশ্চয়ই আপনার মনোযোগ আরো বেড়ে যাবে এই আর্টিকেল দেখার পর। তবে একটা কথা মনে রাখবেন এই আর্টিকেল এ আমি যে যে গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ দেখাবো এখান থেকে খুব বেশী টাকা ইনকাম করতে পারবেন না।

বেশী টাকা ইনকাম করার জন্য আপনাকে অনলাইন এ কাজ করতে হবে। কি কি কাজ করে আপনি অনলাইন থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন সেটা আমার এই আর্টিকেল থেকে দেখে নিন।

আপনি এই অ্যাপ গুলো থেকে অনেক বেশী ইনকাম করতে না পারলেও কিছু টাকা তো ইনকাম করতে পারবেন অবসই।

আপনার মোবাইল রিচার্জ বা হাত খরচ এর মতো ছোট ছোট খরচ চালাতে পারবেন এ সব গেম খেলে। আপনি যদি একটা students হোন বা অন্য কোন কাজ এর পাশাপাশি গেম খেলেন তাহলে এই গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ গুলো আপনার জন্যই।

আজকে আমরা মোবাইল এ গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ গুলো সম্পর্কে বিস্তারিত জানবো। এই অ্যাপ গুলো থেকে কত টাকা ইনকাম করা যায়? কিভাবে ইনকাম করতে হয়? টাকা কিভাবে নিতে হবে? ইত্যাদি সব বিষয়ে জানবো। তো চলুন শুরু করা যাক:

 

Table of Contents

{getToc} $title={Table of Contents}

গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ

এই আর্টিকেল এ এমন অনেক অ্যাপ এর খোঁজ দিব যেখান থেকে আপনার পছন্দের গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন।

কিছু কিছু অ্যাপ থেকে গেম খেলার পাশাপাশি কিছু সহজ task পূরণ করে অতিরিক্ত টাকা ইনকাম এর সুযোগ করে দেয়।

নিচে শেরা কিছু গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ গুলো সম্পর্কে দিচ্ছি। এর মধ্যে যেটা আপনার পছন্দ সেটা ডাউনলোড করে টাকা ইনকাম শুরু করতে পারেন।

টাকা ইনকাম করার পরে আপনি কিভাবে টাকা হাতে পাবেন সে সম্পর্কেও আমরা জানবো।

 

কিভাবে গেম খেলে টাকা আয় করা যায় ?

গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ গুলো থেকে টাকা ইনকাম খুব সহজ। গেম এর বিভিন্ন task পূরণ করা বা বন্ধুদের invite দিয়ে দিয়ে রেফার করে ইনকাম করা যায়।

গেম এর মধ্যে থাকা অ্যাড দেখলে যে কয়েন দেয় সেখান থেকে ইনকাম হয়।

টাকা ইনকামের গেম খেলে সত্যিই ইনকাম হবে?

এক কথায় বললে হ্যা, অনলাইনে এমন অনেক অ্যাপ / গেম পাবেন যেটা খেলার মধ্যে টাকা দেয়।

তবে এর মধ্যে যে fake অ্যাপ নেই এমন নয়। কিছু কিছু অ্যাপে গেম খেলার পরে টাকা দেয় না।

এই সব কারনে অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার বিষয়ে অনেক সজাগ থাকতে হবে।

যে কোন অ্যাপ ডাউনলোড করে টাকা ইনকাম করা চেষ্টা করার আগে সেই অ্যাপ এর reviews গুলো দেখে নেওয়া খুব জরুরী।

গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ গুলো তাদের অ্যাপ গুলোর মধ্যে অনেক বিজ্ঞাপন ( ad ) promotion, টুর্নামেন্ট, Affiliate marketing করে অনেক ইনকাম করে। এই ইনকাম এর মধ্যে থেকে কিছুটা আমাদের সাথে শেয়ার করে থাকে।

আমরা ইনকাম করার জন্য এই অ্যাপ গুলো ব্যবহার করতেই থাকি আর এই অ্যাপ এর মধ্যে দেওয়া অ্যাড থেকে অ্যাপ এর মালিক এর ইনকাম হতে থাকে। এই জন্য কিছু অসাধু লোক আছে যাদের গেম খেলার পর payment করে না।

তাই গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ গুলো তে কাজ করা আগে একটু দেখে নিবেন। এখানে আমি ভালো ভালো বেশ কিছু অ্যাপ বাছাই করে নিয়ে আলোচনা করবো। এই অ্যাপ গুলো থেকে ইনকাম করতে পারেন।

গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ দিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব ?

অনেকেই youtube ভিডিও বা blog আর্টিকেল এ দাবি করছে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলতে চাই এই সব গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ থেকে খুব বেশি টাকা ইনকাম করা সম্ভব হয় না।

অনেক সময় দেখা যায় বেশ কিছু টাকা খরচ করেও খুব বেশী পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব হয় না। লক্ষ টাকা তো অনেক দুরের বিষয়।

গেম খেলে যদি এতো ইনকাম করা সম্ভব হতো তাহলে মানুষ বসে বসে শুধু গেম খেলতো। এতো কষ্ট করে কাজ করতেন না।

এই গেম গুলো খেলে অনেক বেশী টাকা ইনকাম করা সম্ভব নয়। তবে যদি আপনি অনেক গেম খেলেন অথবা মোবাইল খরচ বা হাত খরচের জন্য খেলতে চান তাহলে ঠিক আছে।

 

বেষ্ট গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ গুলো:

সব থেকে ভালো গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ সম্পর্কে সব কিছু একদম বিস্তারিত আলোচনা করা হয়েছে। সব কিছু দেখে পড়ে যেটা আপনার ভালো লাগে বা পছন্দ হয় সেটা google play Store থেকে ডাউনলোড করে আপনার মোবাইলে install করে নিবেন।

এখানে আমি কোন অ্যাপ এর লিংক দিচ্ছি না। নিজে থেকে ডাউনলোড করে নিবেন।

Big time cash make money

Big time cash make money

আমি এই কথা বার বার বলেছি যে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। তবে একে বারে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এই আশা করা একদম বোকামি ছারা আর কিছুই নয়। হ্যা, এই গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন অবসই। এই গেম খেলে যে টাকা ইনকাম করতে পারবেন সেটা থাকে আপনার হাত খরচ বা মোবাইল রিচার্জ করতে পারেন।

এই গেম খেলার মাধ্যমে আপনি যদি আপনার বন্ধুদের রেফার করতে পারেন তাহলে সেখান থেকে আপনাকে অনেক পরিমাণ টিকেট দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ad দেখানো হবে যেখান থেকে আপনার প্রোফাইলে টিকেট অ্যাড করা হবে। এই অ্যাপ এর বিভিন্ন ভিডিও গুলো শেয়ারের মাধ্যমে আপনি টিকেট পেতে পারেন। এই অ্যাপ এর মধ্যে আপনি অনেক মজার মজার গেম দেখতে পাবেন। যেগুলো আপনাকে খেলতে হবে। গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন।

এই অ্যাপে আপনাকে অনেক সময় দিতে হবে। আপনি যত সময় দিবেন, যত আপনি task পূরণ করবেন তত আপনার টিকেট বাড়তে থাকবে। আপনি যত পরিমাণ গেম খেলবেন আপনাকে ততই টিকেট দেওয়া হবে। এভাবে অনেক অনেক টিকেট একত্রিত করার পর একটা ড্র করা হবে। এই ড্র তে যদি আপনার নাম চলে আসে তাহলে আপনি টাকা পাবেন। একে বারে আপনি 10 ডলার পাবেন। আপনি চাইলেই সেই টাকা আপনার ব্যাংকের মধ্যমে আপনার একাউন্টে নিয়ে আসতে পারেন।

তাহলে অবশ্যই আপনি এই গেম টা খেলে দেখতে পারেন। আপনি গেম খেলে টাকা ইনকাম করতে পারেন। তবে এই গেম এর পেছনে আপনাকে অনেক সময় ব্যায় করতে হবে। এই গেম যদি সময় না দেন তাহলে আপনার ইনকাম হবে না। যদি আপনি এই গেম খেলে টাকা ইনকাম করতে চান তাহলে google play Store এ গিয়ে সার্চ করুন Big time cash লিখে।



Hago – গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ

মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ হিসেবে এই অ্যাপ অনেক জনপ্রিয় হয়েছে। 100 মিলিয়ন মানুষ এই অ্যাপ ডাউনলোড করে ব্যাবহার করছে।

এই অ্যাপ এর google play Store এ 4.1 রিভিউ পেয়েছে। অনেক পজিটিভ রিভিউ আছে এই অ্যাপের। আপনি দেখে নিতে পারেন।

এই গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ এর মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন। যেমন: Online games, ছোট ছোট গেমস, video chat ইত্যাদি।

এই টাকা ইনকাম করার অ্যাপ এর মধ্যে 100 এর বেশী গেম খেলতে পারবেন। যেমন:

  • লুডু
  • Carrom
  • Sheep fight
  • Crazy taxi
  • Knife hit game
  • Juice slash
  • Hexagon fight game
  • Chess
  • Virus breaker
  • Brain quiz game

Hago online income অ্যাপ ডাউনলোড করার জন্য আপনি google play Store এ গিয়ে সার্চ করবেন hagu – party, chat and game.

Qureka play quiz and earn – গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ

এই মোবাইল অ্যাপে যখন আপনি গেম খেলা শুরু করবেন তখন কিছু টাকা ইনকাম করতে পারবেন। মানে এই অ্যাপে গেম খেলে আপনি কিছু পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আপনার হাতের মোবাইল দিয়েই। এই অ্যাপ এর মধ্যে কাজ করা খুব সহজ আপনাকে শুধুমাত্র কিছু task করতে হবে।

এই অ্যাপ ডাউনলোড করে একাউন্ট করার পরে আপনার সামনে কিছু প্রশ্ন চলে আসবে। আপনাকে ঐ সহজ প্রশ্ন গুলোর সঠিক উত্তর দিতে হবে। তাহলেই আপনার একাউন্টে গিফট হিসেবে টাকা জমা হতে থাকবে। আপনি যদি বেশী টাকা নিতে চান তাহলে আপনাকে সব গুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আপনি যত বেশী সঠিক উত্তর দিবেন ততই আপনার একাউন্টে গিফট জমা হতে থাকবে।

এই অ্যাপ এর মধ্যে বেশ কয়েক ক্যাটাগরির কুইজ আছে। যে গুলোর সঠিক উত্তর দিতে হবে।

যে সব ক্যাটাগরির কুইজ আছে এখানে –

  • GK Quiz
  • Sports Quiz
  • Math Quiz
  • Flim & Celeb Quiz
  • World Quiz
  • Business Quiz
  • History Quiz
  • Geography Quiz
  • Literature Quiz
  • Politics Quiz

আপনি এই অ্যাপ google play Store এ পেয়ে যাবেন। খুব সহজেই ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে install করে নিতে পারেন। এবং গেম খেলা শুরু করে দিতে পারেন। এভাবে আপনি গেম খেলে টাকা ইনকাম করতে পারেন। তাছাড়া আপনি এই অ্যাপ বন্ধুদের মাঝে শেয়ার করে বা তাদের রেফার করে খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপ থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে অবসই অনেক বেশী সময় দিতে হবে। তবেই কিছু পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।

Winzo Games – গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ

মোবাইল দিয়ে ঘরে বসে গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ গুলোর মধ্যে winzo বেশ পরিচিত নাম। এর কারণ হলো এটা থেকে অনেকেই অনেক টাকা ইনকাম করেছে।

তবে আপনি এই অ্যাপ কে google play Store এ পাবেন না। আপনাকে winzo games অনলাইন টাকা ইনকাম করার অ্যাপ google থেকে ডাউনলোড করে নিয়ে মোবাইলে install করতে হবে। এর অফিসিয়াল website থেকে ডাউনলোড করুন। winzo games এর অফিসিয়াল ওয়েবসাইট হলো- www.winzogames.com

অথবা আপনি সরাসরি search box এ লিখতে পারেন winzo online income app তাহলেও আসবে। ওয়েবসাইটে যাওয়ার পর অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে।

Website এর মধ্যে দেখতে পাবেন মোবাইল number দেওয়ার একটা box দেখতে পাবেন সেখানে আপনার মোবাইল নম্বর দিতে হবে।

মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে থাকা “Get app link SMS” বাটন এ ক্লিক করে দিতে হবে। এর পরের আপনার দেওয়া মোবাইল নম্বরে APP এর লিংক পাঠিয়ে দিবে।

এই গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ এর মধ্যে আলাদা আলাদা প্রায় 70-80 টা গেম আছে। যে গুলো খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন।

Dream 11 – গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ

আপনি যদি খুব কম সময়ে বেশী টাকা ইনকাম করতে চান এবং তার জন্য একটা গেমিং অ্যাপ খুঁজে থাকেন তাহলে এটা আপনার খুব পছন্দ হবে।

Dream 11 হলো একটা eSports Gaming App বা প্লাটফর্ম। এই অ্যাপে আপনারা online cricket খেলতে পারেন আর আসল টাকা ইনকাম করতে পারবেন।

এই গেম অনেক বেশী জনপ্রিয়তা পেয়ে গেছে। অনেকেই এই অ্যাপ থেকে গেম খেলে টাকা ইনকাম করছে।

এই গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ থেকে আপনি রেফার কমিশন থেকেও টাকা ইনকাম করতে পারবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের থেকে কমিশন ইনকাম করতে পারবেন।

এই গেম টিতে আপনাকে নিজের একটা টিম তৈরি করতে হবে। বিভিন্ন দল থেকে player নিয়ে টিম তৈরি করতে পারেন। এবং ঐ player এর রিয়েল life পারফেক্ট এর উপর depend করে পয়েন্ট দেওয়া হবে। আপনার টিম এর player বেশী পয়েন্ট করলে আপনাকে prize দেওয়া হবে।

এই গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে google এ সার্চ দিতে হবে। play Store থেকে ডাউনলোড করতে পারবেন না। Dream 11 এর অফিসিয়াল ওয়েবসাইট ( www.dream11.com ) থেকে ডাউনলোড করে নিয়ে মোবাইলে install করে নিতে হবে।


Nostra Gamus – গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ

গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ এর মধ্যে এই অ্যাপ্লিকেশন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। Best online income site হিসেবে nostra gamus অনেক জনপ্রিয়।

এই অ্যাপ থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের অনলাইন গেম খেলতে হবে। এই অ্যাপ এর মধ্যে যে সব গেম আছে-

  • Card games
  • Fantasy sports
  • Pool
  • Live quiz
  • Go chicken go

এ ধরনের আরও প্রচুর গেম আছে।

এছাড়াও এখানে নানা সময়ে বিভিন্ন টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। আপনি সেই টুর্নামেন্ট জিতে নিতে পারলে এক সাথে অনেক টাকা ইনকাম করতে পারবেন।

এই টাকা ইনকাম করার অ্যাপ টি ডাউনলোড করার জন্য সরাসরি ( www.nostragamus.in ) ওয়েবসাইট এ ভিজিট করুন। google play Store থেকে এই গেম ডাউনলোড করতে পারবেন না।

 

শেষের কথা:

এই আর্টিকেলে গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ গুলো আপনাদের সামনে এনেছি। আপনাদের যদি কোন মতামত থাকে আমাকে কমেন্ট করতে পারেন। অথবা ফেসবুকে নক করতে পারেন। কোথাও কোন ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন।