Bangladeshi app per day 1000 taka income payment bkash. How you can earn more money online.
আজকের এই ব্লগ এ আমি আর আপনি যানার চেষ্টা করবো। যে বাংলাদেশী কি এমন কোন অ্যাপ আছে যেখান থেকে প্রতিদিন 1000 টাকা ইনকাম করে বিকাশ এ নিতে পারবেন? ( bangladeshi app par day 1000 taka income payments bkash)
হ্যা, আছে আপনি চাইলেই সেই সব অ্যাপ এ কাজ করে দিনে 1000 বা তার বেশী টাকা ইনকাম করে বিকাশ এ নিয়ে আসতে পারেন। সহজেই ইনকাম করার জন্য এই অ্যাপ গুলো বেশ উপযোগী।
Table of Contents
{getToc} $title={Table of Contents}
Bangladeshi app par day 1000 taka income payment bkash
বিশেষ করে যারা ছাত্র ততাদের জন্য এটা বিরাট সুযোগ অনলাইন এ ইনকাম শুরু করার।
এটার জন্য খুব বেশী সময় যে দিতে হবে তা না। আপনি চাইলেই পড়াশোনার পাশাপাশি এই কাজ গুলো করে অনলাইন থেকে টাকা ইনকাম (taka income apps) সম্ভব করতে পারেন।
কিভাবে ইনকাম করবেন?
ছাত্রদের জন্য অনলাইন এ অনেক গুলো মাধ্যম আছে ইনকাম করার। কিন্তু আজ আমরা একটা নতুন অনলাইন টাকা ইনকাম ( taka income app) অ্যাপ সম্পর্কে জানবো।
অ্যাপ টা নতুন নয় কিন্তু অনেকেই জানেন না যে এই অ্যাপ এ দিয়েও ইনকাম করা যায়।
আর সেটা হলো 10 মিনিট স্কুল এর অ্যাপ।
10 মিনিট স্কুল কি?
আমার মনে হয় না যে এমন কেউ আছেন যে 10 মিনিট স্কুল এর নাম শুনে নাই। কেউ যদি না জানেন যে 10 মিনিট স্কুল কি বা এর কাজ কি? তাহলে ছোট্ট করে বলে দেই।
10 মিনিট স্কুল এ সব ধরনের কোর্স বিক্রি করা হয়। বাংলাদেশের সব থেকে বড় অনলাইন প্রতিষ্ঠান যারা একাডেমিক কোর্স থেকে শুরু করে skill development কোর্স বিক্রি করে। তারা বিভিন্ন বই বিক্রি করে।
কিভাবে ইনকাম করবেন?
10 মিনিট স্কুল এর অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ জয়েন হতে হবে। এর পর অ্যাফিলিয়েট মার্কেটিং করে 10 মিনিট স্কুল থেকে ইনকাম করে টাকা বিকাশ এ নিয়ে আসতে পারেন।
এখন এমন অনেকেই বলবে যে ভাই আমি তো অ্যাফিলিয়েট কি জানি না বা আমি কিভাবে মার্কেটিং করবো, আমি পারি না। সমস্যার নেই আমি কিছু উপায় বলে দিব।
কিভাবে একাউন্ট করবেন: bangladeshi app per day 1000 taka income payment bkash
এখান থেকে ইনকাম করার জন্য আপনার আগে 10 মিনিট স্কুল এ একাউন্ট করতে হবে। বা অ্যাফিলিয়েট একাউন্ট করতে হবে।
Google এ গিয়ে লিখবেন 10 minutes school এর পর 10 মিনিট স্কুল এর ওয়েবসাইট এ যাবেন। এর পর নিচের স্টেপ বাই স্টেপ যা যা বলেছি তাই ফলো করুন।
- 10 মিনিট স্কুল এর ওয়েবসাইট এর নিচের দিকে আসতে হবে। এর পর ‘অ্যাফিলিয়েট হতে চাইলে’ লেখার উপর ক্লিক করতে হবে।
- এর পর এমন একটি পেজ এ নিয়ে যাবে। তার পর আয় শুরু করুন বাটনে ক্লিক করুন।
- এর পর আপনার মোবাইল নম্বর দিন। এর পর পরবর্তী ধাপ এ ক্লিক করুন।
- তার পর পাসওয়ার্ড প্রবেশ করান। তার পর পরবর্তী ধাপ এ ক্লিক করে যান।
এর পর আপনি 10 মিনিট স্কুল এর অ্যাফিলিয়েট ড্যাসবোর্ড এ চলে যাবেন। এখান থেকেই দেখবেন সব কোর্স বা বই এর লিঙ্ক। যা আপনার প্রমোট করতে হবে। এ বিষয়ে আরো ভালো করে বলছি।
কিভাবে বিক্রি করবেন? (bangladeshi app per day 1000 taka income payment bkash)
এর সময়ে নিশ্চয়ই আপনি একটি অ্যাফিলিয়েট একাউন্ট তৈরি করে নিয়েছেন। এখন আপনার 10 মিনিট স্কুল এর অ্যাফিলিয়েট একাউন্ট এ লগইন করুন। তার পর ড্যাসবোর্ড এ গিয়ে একটা কোর্স সিলেক্ট করুন।
কোর্স সিলেক্ট করার সময় আপনি খেয়াল রাখবেন যেন, আপনার সাথে যায়। তার মানে আপনি হলে যেই কোর্স কিনতেন। আপনি যদি HSC পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে ঐ ধরনের কোর্স সিলেক্ট করবেন।
আপনার ফেসবুক এ অবশ্যই আপনার বন্ধু বান্ধব আছে। তাদের কাছে আপনি এই কোর্স গুলো শেয়ার করবেন। দেখা যায় এভাবে বেশ কিছু কোর্স বিক্রি সম্ভব।
তা ছাড়াও আপনার যদি tiktok বা youtube এ কিছু ফলোয়ার থাকে তা হলে আরো ইনকাম করা সম্ভব। আপনি যদি আরো একটু স্মার্ট হয়ে থাকেন তাহলে আরো কিছু উপায় খুঁজে বের করতে পারবেন।
দারাজ থেকে ইনকাম করুন: bangladeshi app per day 1000 taka income payment bkash
আপনি নিশ্চই daraz এর নাম শুনেছেন বা আপনি দারাজ থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনেছেন।
আপনি জেনে খুশি হবেন যে দারাজ থেকেও ভালো টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে দারাজ থেকে ইনকাম করবেন তা এখন বলবো। দারাজ থেকে ইনকাম এর বিষয়ে একটা পুরো আর্টিকেল লিখতে হবে।
যা হোক আমি সুধু বলবো ইনকাম কিভাবে করা যায়। আরেকটি আর্টিকেল এ step by step দেখিয়ে দিব।
দারাজ থেকে প্রধানত দুই রকম ভাবে ইনকাম করা যায়। আরো উপা আছে, তবে লেখা পড়ার পাশাপাশি এই দুই ধরনের যে কোন এক রকম ভাবে আপনি ইনকাম শুরু করে দিতে পারেন।
দারাজ এ সেলার হয়ে ইনকাম করুন: bangladeshi app per day 1000 taka income payment bkash
দারাজ এ সেলার একাউন্ট করে ইনকাম করা সম্ভব। অন্য সেলার দের মতো আপনিও দারাজ কে ব্যাবহার করে যে কোন প্রোডাক্ট বিক্রি করতে পারেন।
আমি কি বিক্রি করবো? বা আমি প্রোডাক্ট পাবো কই? তাই ভাবছেন কি? আপনার আমার মতো অনেকেই আছে যারা প্রোডাক্ট নিয়ে আছে aliexpress থেকে। নিয়ে এসে দারাজ এ সেল করছে। যেটাকে drop shipping বলে। আমি ঐ দিকে বেশী গভীর এ যাচ্ছি না। শুধু জানিয়ে রাখলাম। আপনি যদি আরো জানতে চান তা হলে youtube করে দেখুন।
দারাজ এর অ্যাফিলিয়েট হয়ে ইনকাম করুন: bangladeshi app per day 1000 taka income payment bkash
দারাজ এর অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ জয়েন হয়ে ইনকাম শুরু করে দিতে পারেন। দারাজ এ বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হয় তার মধ্যে থেকে যে কোন একটা নিশ ন
দারাজ এ অ্যাফিলিয়েট মেম্বার দের প্রতিটি সেল এ 12% কমিশন দেয়। আপনি চাইলেই তাদের সাথে কাজ করে ইনকাম শুরু করে দিতে পারেন।
#topic: bangladeshi app per day 1000 taka income payment bkash
আজকের এই ব্লগ এ আমি আপনাদের দুইটা চেনা অ্যাপ এর সাথে পরিচিত করে দিলাম নতুন করে। আপনারা হয়তো জানতেন এই দুই টি প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু এখান থেকেও যে ইনকাম করা সম্ভব এটা বলার চেষ্টা করেছি।
Post a Comment