তার মানে কি যাদের laptop বা computer নেই তারা কি freelancing করবে না বা ফ্রিল্যান্সিং কিভাবে করে সেটা শিখতে পারবে না? হ্যা পারবে চেষ্টার কাছে সব কিছু হার মানে। আপনার যদি computer না থাকে তা হলে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে অনেক বেশী।  

 

আজকে আমরা এই আর্টিকেল এ আপনাদের সাথে শেয়ার করবো ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো সে সম্পর্কে। 

 

Table of Contents

{getToc} $title={Table of Contents}


ফ্রিল্যান্সিং কি ?

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এটা জানার জন্য আগে আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং কি? তা হলে আপনি এমনই তেই জানতে পারবেন ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ?

ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। freelancing হলো নিজের skill, অভিজ্ঞতা, knowledge কে ব্যাবহার করে অনলাইন এর মধ্যে অন্য ব্যাক্তি বা প্রতিষ্ঠান এর জন্য কাজ করে দেওয়া। এবং তার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করা।

যেহেতু freelancing হলো মুক্ত পেশা তাই এখানে boss এর ঝাড়ি খাওয়ার কোন ভয় নেই। আপনি একজন self employed আপনি নিজেই নিজের boss. 

যে ব্যাক্তি এই মুক্ত পেশা বা freelancing করে ইনকাম করে তাকে আমরা freelnacer বলি। freelancer হওয়ার জন্য আপনার বিশেষ skill থাকতেই হবে। যে skill আপনি অন্যের জন্য services হিসেবে sell করতে পারবেন। নিচে এমন কিছু skill নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এটাও পরিস্কার করা হয়েছে।

কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো

যারা নতুন online income করার কথা ভাবছেন বা এ বিষয়ে একটু জানতে আগ্রহী তারা অবশ্যই freelancing করার কথা ভেবেছেন। কিন্তু ফ্রিল্যান্সিং করার কথা ভাবলেই আরেকটা কথা মাথায় আসে আর সেটা হলো ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো । 

আজকের এই আর্টিকেল এ আমরা জানবো কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো এবং টাকা ইনকাম করবো। তবে এটা জানার আগে কয়েকটা বিষয় ভালো করে জানা থাকা দরকার। যেমন freelancing কি? ফ্রিল্যান্সিং করার জন্য কি কি দরকার? ফ্রিল্যান্সিং কত প্রকার? ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কি কি দরকার? 

তো চলুন আজকের এই ব্লগে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এবং কিছু খুঁটিনাটি বিষয় জানি। এটা দিয়ে কিভাবে ইনকাম করবো সেটা জানি। 

 

ফ্রিল্যান্সিং করার জন্য কি কি দরকার?

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এটা জানা যেমন জরুরি তেমন জরুরি হলো ফ্রিল্যান্সিং করার জন্য কি কি দরকার হবে যেটা জানা। ফ্রিল্যান্সিং শুরু করার আগে কিছু basic জিনিস দরকার হবে। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সাধারণত যা যা দরকার হয় তা হলো: 

  • Computer বা laptop 
  • Internet access 
  • English communication skills 
  • Work skill 

আপনি হয়তো বলবেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো আমার তো কম্পিউটার নেই। মোবাইল দিয়ে কি freelancing করা possible না? হ্যা, মোবাইল দিয়ে freelancing করা সম্ভব। তবে সব কাজ মোবাইল দিয়ে হবে না কিছু কিছু কাজ আছে যেগুলো মোবাইল দিয়ে করা সম্ভব। 

যে কাজ গুলো মোবাইল দিয়ে করা সম্ভব সেগুলো দিয়ে আপনি চাইলেই freelancing করতে পারবেন। আমি নিচে মোবাইল দিয়ে করা সম্ভব এমন কিছু কাজের ধারনা দিচ্ছি। 

 

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার skill

 

Content Writing –

আমরা মোবাইল ফোন ব্যবহার করে প্রতিদিন কত লেখা লেখি করি। আপনি হয়তো জেনে অবাক হবেন যে মোবাইল দিয়ে লেখালেখি করে মাসে অনেক টাকা উপার্জন করা সম্ভব। মোবাইল দিয়ে freelancing করার একটা মাধ্যম হলো Content writing করা। আপনি যদি Content লিখে দেশী বিদেশী company কাছে sell করতে পারেন তবে আপনি অনেক taka income করতে পারবেন। ভালো লেখার জন্য অবশ্যই আপনাকে আগে এটা শিখতে হবে। 

মোবাইল এ লেখালেখি করার জন্য আপনার অবসই অ্যাপ্লিকেশন এর দরকার হবে। মোবাইল এ লেখার জন্য জনপ্রিয় apps হলো:

  • Notion
  • Google docs 
  • Microsoft word 

এই সব সফটওয়্যার ব্যবহার করে খুব সুন্দর করে blog লিখতে পারেন। আমি নিজে notion এবং Google docs ব্যবহার করি।

মোবাইল graphic –

মোবাইল দিয়ে graphic এর কাজ করা possible না। কিন্তু এখন এমন কিছু মোবাইল apps আসছে যে গুলো ব্যবহার করে আপনি youtube thumbnail design বা flyer বা poster design করতে পারেন। এই সব apps এর কাজ করা খুব সহজ। আপনি কয়েকবার try করলে পারবেন। বা youtube থেকে শিখে নিয়ে ডিজাইন করা লোগো বা poster  online মাকেটপ্লেস এ sell করতে পারেন। এভাবে টাকা ইনকাম করতে পারবেন। মোবাইল দিয়ে এমন graphic ডিজাইন করার সফটওয়্যার গুলো হলো:

  • Canva
  • Adobe sketchbook
  • Photopea
  • Studio polotno

 

Youtube Video Create –

আপনি খুব সহজেই youtube এ একটা channel তৈরি করে সেখানে ভিডিও publish করতে পারেন। আপনি হয়তো এমন অনেকের কথা শুনে থাকবেন যারা প্রথমে মোবাইল দিয়ে youtube channel শুরু করেছিলেন। 

আপনিও চাইলে শুরু করতে পারেন আপনার হাতের মোবাইল দিয়ে। আপনি আপনার হাতের mobile দিয়ে ভিডিও রেকর্ড করা, ভিডিও এডিট করা সব কিছু করতে পারবেন professional ভাবে। আপনাদের সুবিধার জন্য নিচে কিছু software এর নাম বলছি ভিডিও এডিট করার জন্য:

  • CapCut 
  • KineMaster 
  • Power Director 

 

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ?

ফ্রিল্যান্সিং হলো মূলত একটা job sector এখানে অনেক ধরনের job আছে। এটা শেখার শুরু করার জন্য আপনাকে প্রথমে একটা নির্দিষ্ট সেক্টর কে বেছে নিতে হবে। 

আপনি যদি real লাইফ পেশার দিকে তাকান তা হলে দেখবেন যে শিক্ষকতা একটা পেশা। আবার আমাদের school, college এ বিভিন্ন বিষয়ের শিক্ষক আছে। যেমন ICT’র শিক্ষক ICT পড়ায় আবার বাংলার শিক্ষক বাংলা পড়ায়।

অথ্যাৎ শিক্ষকতা একটা পেশা আবার সেই পেশার মধ্যে কিছু ভাগ আছে। ঠিক তেমনি Freelancing এর বিভিন্ন পেশার আছে আবার সেই সব নেশার মধ্যে আবার ভাগ আছে। মার্কেটে এ চাহিদা আছে এমন ফ্রিল্যান্সিং সেক্টর গুলো হলো:

  • ওয়েব ডিজাইন 
  • Web development 
  • Graphic design 
  • Digital Marketing 
  • SEO 
  • Facebook marketing 
  • Affiliate marketing 
  • Content writing 
  • Video Editing 
  • AI expert 
  • Data entry 
  • Programmer 

আসলে বিভিন্ন মার্কেট প্লেস এ এতো কাজ বা category আছে যা আমরা দেখতে বসলে দিন পার হয়ে যাবে। তাই আমাদের আগে একটা নির্দিষ্ট বিষয় কে টার্গেট করতে হবে। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তা হলে আপনার জন্য একটা নির্দিষ্ট সেক্টর বেছে নিতে খুব কষ্ট হবে। তবে আপনি যে বিষয়ে বেশী আগ্রহী ঠিক সেটা বেছে নিবেন। 

মার্কেট প্লেস এ কাজ করার জন্য আপনার যা জানা থাকা দরকার তা এখান থেকে দিচ্ছি মনোযোগ দিয়ে পড়বেন। ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এই প্রশ্ন আর করতে হবে না।

Learn New Skill

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এই প্রশ্নের উত্তর এর প্রথম ধাপ ছিল একটা নির্দিষ্ট সেক্টর সিলেক্ট করা। এবার পরের ধাপ নিয়ে আলোচনা করবো সেটি হলো দক্ষতা অর্জন করা। আপনি প্রথম ধাপে যে বিষয়টি বেছে নিয়েছেন সেই বিষয়ে আপনাকে অবশ্যই পর্যাপ্ত দক্ষ হতে হবে। 

Fiverr, upwork হলো প্রতিযোগিতা মূলক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। সেখানে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে আপনার skill এর উপর নজর দিতে হবে। আপনি যদি ভালো দক্ষতা অর্জন করতে না পারেন তা হলে আপনি ঝরে পরে যাবেন। 

এ জন্য অবশ্যই ভালো দক্ষতা নিয়ে কাজ করতে আসুন। আর একটা বিষয়, আপনার দুইটা বিষয়ের ওপর সমান দক্ষতার দরকার। বিষয় দুইটি হলো:

  • কাজের উপর দক্ষতা
  • ক্লায়েন্ট সামলানোর দক্ষতা

অনেকেই দেখা যায় খুব ভালো করে কাজ শিখে আসে কিন্তু ক্লায়েন্ট manage করার দক্ষতা না থাকার কারণে হতাশ হয়ে ফিরে যেতে হয়। 

কাজ করার দক্ষতার যেমন দরকার আছে ঠিক তেমনি important আছে কাজ নেওয়ার দক্ষতার। কাজ নিতে পারাটাও একটা দক্ষতা এই কারনে কখনোই এটাকে ছোট মনে করবেন না। আপনার যদি কথা বলার দক্ষতা না থাকে তা হলে আপনি Market place এর মধ্যে বা মাকেটপ্লেস এর বাইরে থেকে কাজ নিয়ে আসতে পারবেন না। তাই আপনার এই skill এর উপর গুরুত্ব দেওয়া উচিত। 

 

মাকেটপ্লেস বেছে নিন

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো তা জানার পরের কাজ হলো একটা নির্দিষ্ট মাকেটপ্লেস বেছে নেওয়া এবং সেখানে একাউন্ট তৈরি করা। মাকেটপ্লেস হলো আপনি যেখানে কাজ করাবেন সেই ক্ষেত্র বা place.

Freelancing মাকেটপ্লেস অনেক আছে তবে জনপ্রিয়তার দিক থেকে বিচার করলে কয়েটির নাম আগে আসে। Market Place আসলে কাজ করে কিভাবে সেটা জানতে হবে তাই না।

ধরুন আপনার graphic design বিষয়ের ওপর দক্ষতা আছে। আপনি মাকেটপ্লেস এ গিয়ে সবাই কে জানালেন যে আমি graphic design করতে পারি। যাদের দরকার আমার সাথে যোগাযোগ করুন। 

এবার যাদের graphic design করা দরকার তারা আপনার সাথে কথা বলে কাজ করিয়ে নিল। এবং কথা অনুযায়ী টাকা পরিশোধ করলো। 

আপনি এই সব কাজ করছেন যে website এর মধ্যে যে ওয়েবসাইট এই সব কিছু ম্যানেজ করবে তাকে বলা হয় মাকেটপ্লেস। 

সবার কাছে জনপ্রিয় কয়েকটি freelancing মাকেটপ্লেস হলো:

  • Fiverr
  • Upwork
  • Freelancer.com
  • People par Hour 

এছাড়াও আরো ককিছু skill based মাকেটপ্লেস আছে। আপনি চাইলেই এই মাকেটপ্লেস গুলোর মধ্যে থেকে যে কোন একটা দিয়ে শুরু করতে পারেন। তবে আমার মতে fiverr দিয়ে শুরু করা সব থেকে ভালো হবে। কারণ fiverr নতুনদের জন্য সব থেকে ভালো মাকেটপ্লেস। 

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এই আর্টিকেল এর এই পর্যায়ে আমরা জানলাম একটা নির্দিষ্ট মাকেটপ্লেস সিলেক্ট করতে হবে। এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

 

নিয়মিত কাজ করতে হবে

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এই প্রশ্নের উত্তর এর এই পয়েন্ট এ আমরা বলবো নিয়মিত কাজ করে যেতে। এবং প্রতিদিন নতুন কাজ এর জন্য বিট করতে। fiverr এ active থাকতে হবে। 

আপনি যখন একটা মাকেটপ্লেস সিলেক্ট করবেন তার পরে ঐ মার্কেট প্লেস এ একাউন্ট তৈরি করবেন। এবং তার পরে আপনি আপনার profile সুন্দর করে সাজাবেন। ফাইভার এ প্রফেশনাল ভাবে gig তৈরি করবেন। 

মোট কথা হলো আপনাকে এই কাজে লেগে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি কাজ পাচ্ছেন বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এ success হচ্ছেন। 


কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো

এই আর্টিকেল এ আমরা মুলত ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এটা জানবো বা জানার try করছে। আপনারা এই আর্টিকেল মনোযোগ দিয়ে পড়লে এতক্ষণ আসল বিষয়টা বুঝে গেছেন নিশ্চিত। 

ফ্রিল্যান্সিং শেখার জন্য skill লাগবেই। আর আমরা এই skill সিলেক্ট করা নিয়ে কিছু কথা বলেছি। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগে পারে এই ফ্রিল্যান্সিং স্কিল কিভাবে শিখবো বা কোথায় শিখবো? 

দেশের কিছু জনপ্রিয় online প্লাটফর্ম গুলোর নাম নিচে উল্লেখ করছি। যারা অনলাইন এ বিভিন্ন বিষয়ের ওপর নিজেকে দক্ষ করতে সাহায্য করে।

  • 10ms
  • Udimy
  • Skill Share
  • Fiverr course 


শেষের কথা

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এই আর্টিকেল এ আমরা একদম নতুনদের জন্য একটা গাইড দেওয়ার চেষ্টা করছি। যারা আসলেই freelancing শব্দের সাথে পরিচিত নয় তাদের জন্য একটু হলেও সাহায্য হবে।

আপনার যদি এই আর্টিকেল ভালো লাগে বা পছন্দ হয় তা হলে আপনার যে বন্ধু ফ্রিল্যান্সি কিভাবে শিখবো জানতে চায় তার কাছে শেয়ার করে দিন।

আর যদি আপনার আমাদের এই আর্টিকেল সম্পর্কে কোন প্রশ্ন থাকে তা হলে কমেন্ট  করে বলবেন। আমরা আপনার কমেন্ট এর উত্তর দেব।

ধন্যবাদ।