টাকা ইনকাম করার ওয়েবসাইট বা best online income bd website 2023. ঘরে বসে অনলাইন টাকা আয় করার ওয়েবসাইট।
আমরা অনেকেই বাংলাদেশ থেকে অনলাইনে টাকা ইনকাম করার ওয়েবসাইট খুঁজে থাকি। আবার কেউ কেউ বাংলাদেশ ছাড়াও আরও টাকা ইনকাম করার ওয়েবসাইট / অ্যাপ খুজে থাকি।
কোন skill ছাড়া অনলাইনে টাকা ইনকাম করার ওয়েবসাইট চাই। যদিও skill ছাড়া টাকা ইনকাম করা সম্ভব নয়।
আজকের এই আর্টিকেল এ আমি অনেক গুলো টাকা ইনকাম করার ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে কিছু ওয়েবসাইটে কাজ করার জন্য আপনার কোন একটা skill থাকতেই হবে।
আবার কিছু ওয়েবসাইট আছে যেখানে কাজ করার জন্য আপনার কোন দক্ষতার দরকার হবে না।
টাকা ইনকাম করার ওয়েবসাইট বলতে সাধারণত যে সব ওয়েবসাইট থেকে কাজ করে টাকা ইনকাম করা যায় সেই সব ওয়েবসাইট কে বোঝায়।
আমাদের দেশে টাকা ইনকাম করার জন্য এখনও ওয়েবসাইট এর উপর নির্ভর করতে হয়। কয়েকটা টাকা ইনকাম করার অ্যাপ আছে তবে সেগুলো web নির্ভর। তাই টাকা ইনকাম করার ওয়েবসাইট খুঁজে পেলে অ্যাপ পাওয়া সহজ হবে।
Google বা youtube থেকে টাকা ইনকাম করার ওয়েবসাইট খুঁজে পাওয়া একটু সমস্যার কাজ। কারণ ” টাকা ইনকাম করার ওয়েবসাইট ” বা ” taka income korar website ” লিখে youtube এ সার্চ করলে যে সব ভিডিও আসে সেখান থেকে শুনে কাজ করলে অনেক সময় ধোকা খেতে হয়। কারণ তারা টাকা নিয়ে এমন সব ওয়েবসাইট এর কথা বলে যেখানে কাজ করে payment দেওয়া হয় না।
এই আর্টিকেলে অনলাইন থেকে টাকা ইনকাম করার ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো। প্রথম দিকের ওয়েবসাইট গুলোতে কাজ করার জন্য আপনার skill থাকতেই হবে। এর পরের ওয়েবসাইট গুলোতে কাজ করা একটু সহজ। সুতরাং সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ুন তার পর ভেবে নিয়ে কাজ করুন।
আপনি যদি একজন student হয়ে থাকেন তাহলে আপনি ছাত্রদের টাকা ইনকাম করার উপায় গুলো দেখুন। আর যদি গেম খেলার টাকা ইনকাম করাতে চান তাহলে এটাও দেখতে পারেন।
Table of Contents
{getToc} $title={Table of Contents}টাকা ইনকাম করার ওয়েবসাইট
আপনার একটা নির্দিষ্ট skill এর বিনিময়ের টাকা ইনকাম করার ওয়েবসাইট গুলো এখানে দিয়ে দিলাম।
আর এখানে যে সব ওয়েবসাইট এর সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব সেই ওয়েবসাইট গুলো সম্পর্কে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করেছি।
ফ্রিল্যান্সার ডট কম – টাকা ইনকাম করার ওয়েবসাইট
আপনারা যারা ফ্রিল্যান্সার তারা অবশ্যই freelancer.com ওয়েবসাইট কে চিনবেন। কারণ এই ওয়েবসাইট থেকে মানুষ কাজ করে টাকা ইনকাম করে। এটা একটা ফ্রিল্যান্সিং মার্কেট বা ওয়েবসাইট।
বিভিন্ন ক্যাটাগরির নানা কাজ করে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করে থাকেন অনেক। এই টাকা ইনকাম করার ওয়েবসাইট থেকে আপনি প্রায় সব ক্যাটাগরির কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।
গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে এমন কোন কাজ নেই যে এখানে করা হয় না বা এখান থেকে ক্লায়েন্ট পাওয়া যায় না। আপনার যে skill আছে আপনি এই ওয়েবসাইট থেকে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।
পুরো পৃথিবীর লক্ষ ফ্রিল্যান্সার এই ওয়েবসাইট কে ব্যাবহার করে কাজ করছে। নিয়মিত নতুন নতুন জব আসছে নতুন নতুন ফ্রিল্যান্সার যোগ দিচ্ছে এই ওয়েবসাইটে।
ফ্রিল্যান্সিং জগতের পুরানো ওয়েবসাইট গুলোর মধ্যে এটা একটা। তাই আপনি কোন রকম confused না হয়ে এই ওয়েবসাইট এ কাজ শুরু করতে পারেন।
কিভাবে কাজ পাবেন?
যখন আপনার অনলাইন থেকে টাকা ইনকাম করার মতো একটা skill শিখতে পারবেন। এবং এই টাকা ইনকাম করার ওয়েবসাইট এ কাজ করতে চাইবেন বা করবেন।
তখন আপনার কাজ হবে এই ওয়েবসাইট থেকে আপনি যে বিষয়ের উপর দক্ষতা অর্জন করেছেন সেই ক্যাটাগরি খুঁজে বের করা।
এই ওয়েবসাইটে বিভিন্ন রকমের কাজের জন্য ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে। আপনি আপনার skill related ক্যাটাগরি বের করবেন।
এর পর সেই category তে যে job পোস্ট করা হয়েছে সেই সব জব এর আপনি apply করবেন।
এর পরে যখন আপনি কাজ পাবেন বা ক্লায়েন্ট আপনাকে কাজটি দিবে তখন ঐ কাজ টি সঠিক ভাবে করে দিয়ে টাকা ইনকাম করবেন।
কিভাবে টাকা পাবেন?
মূলত আপনাকে কাজের জন্য গিগ দিতে হবে না। এই ওয়েবসাইট এ ক্লায়েন্ট তাদের প্রয়োজন মতো কাজের জন্য পোস্ট করবে।
যেই কাজের জন্য পোস্ট করছেন সেটা উল্লেখ করে দেয়। আপনার মতো যারা কাজ করে তারা ঐ পোস্ট দেখে যদি মনে হয় এটা পারবে তখন ঐ কাজের জন্য অ্যাপ্লাই apply করে। এটাকে বলে বিট করা।
অনেকেই বিট করবে ক্লায়েন্ট যাকে ইচ্ছা কাজ দিবে। ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন তার একাউন্ট থেকে টাকা কেটে রাখা হবে।
আপনি যখন কাজ জমা দিবেন তখন ঐ টাকা আবার আপনার একাউন্টে পাঠিয়ে দিবে।
এই সমস্ত কাজ করে দেওয়ার জন্য freelancer.com তার একটা নির্দিষ্ট কমিশন কেটে রেখে দিবে। এভাবেই আপনি এই ওয়েবসাইট থেকে কাজের বিনিময়ে টাকা ইনকাম করতে পারবেন।
এই সাইটের সমস্যা
এতক্ষণ শুধু সুবিধার কথাই বললাম এখন কিছু সমস্যার কথা বলছি। যেহেতু এখন ফ্রিল্যান্সার অনেক বেশী তাই আপনি নতুন হিসেবে কাজ পেতে একটু বেগ পাবেন।
যেহেতু এই সাইটে বিট করে কাজ নিতে হয় তাই আপনি নতুন হয়ে যখন বিট করবেন তখন দেখা যাবে আপনাকে কাজ দিবে না। একটু ঝামেলা পোহাতে হবে।
বিশেষ করে যারা নতুন এই সাইটে কাজ করতে আসেন তারা একটু problem ফেস করে। যখন আপনার একটু অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনার কাজ পেতে কোনো সমস্যাই হবে না।
People par Hour
অনলাইনে টাকা ইনকাম করার ওয়েবসাইট হিসেবে people par hour হলো অনেক special একটা সাইট। কারণ আপনি এই ওয়েবসাইটে সব ধরনের কাজ পাবেন এবং যেটা আপনার ইচ্ছা সেটা করতে পারেন। আপনাকে ঘন্টা হিসেবে টাকা দেওয়া হবে এই সাইটে।
এই টাকা ইনকাম করার ওয়েবসাইট এ সব ধরনের কাজ দেওয়া হয়ে থাকে। আপনার যে কাজের উপর ভালো দক্ষতা আছে সেই কাজ বেছে নিতে পারবেন।
আপনার দক্ষতা কে কাজে লাগিয়ে টাকা ইনকাম করার জন্য এটা একটা best taka income website আর এই website এ লক্ষ freelancer কাজ করছে। প্রতিদিন তারা হাজার ডলার ইনকাম করছে।
এই ওয়েবসাইট এর একটা unique বিষয় হলো এই সাইটে ঘন্টা হিসেবে payment করা হয়। এটা এই টাকা ইনকাম করার ওয়েবসাইট কে অনেক spacial করে তুলে।
কিভাবে কাজ পাবেন?
কাজ পাওয়ার জন্য আপনার people par hour ওয়েবসাইটে একটা সুন্দর একাউন্ট থাকতে হবে। আমি এই আর্টিকেল এর সুবিধার জন্য ধরে নিলাম আপনি একাউন্ট আছে। আপনি একাউন্ট তৈরি করতে পারবেন।
এই ওয়েবসাইটে ভিজিট করে আপনার যে কাজের দক্ষতা আছে সেটা লিখে সার্চ করবেন। ধরে নিলাম আপনি data entry লিখে সার্চ করছেন।
আপনার সামনে data entry রিলেটেড সব কাজ চলে আসবে। যেহেতু আপনি নতুন তাই বেশী টাকার কাজ এ apply না করাই ভালো।
যে কাজ আপনার ভালো লাগবে সেটা open করে ভালো করে কাজের ড্রেসক্রিপশন পড়ে নিবেন।
এর পরে আপনি সেই কাজের জন্য যে সব থেকে বেষ্ট সেটা লিখে কাজের জন্য বিট করবেন।
এভাবে কয়েকটা কাজের জন্য বিট করলেই আপনি কাজ পেয়ে যাবেন।
কাজ পাওয়ার পড়েই আপনি ভালো করে কাজ করার চেষ্টা করবেন। কারণ ক্লায়েন্ট যদি satisfied হয় তাহলে আপনি অনেক কাজ পাবেন।
আর ক্লায়েন্ট কে খুশি করতে না পারলে আপনার freelancing ক্যারিয়ার এখানেই ধ্বংস হয়ে যেতে পারে।
এই সাইটে টাকা ইনকাম করার সুবিধা
আপনি এই টাকা ইনকাম করার ওয়েবসাইট এ যে সব কাজ বা জব দেখতে পাবেন সেগুলো ঘন্টা হিসেবে payment করে থাকে।
তার মানে হলো এই কাজ টি করতে যে পরিমাণ সময় লাগবে সেই সময় হিসেব করে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে।
এটা অন্য সব টাকা ইনকাম করার ওয়েবসাইট গুলো থেকে একদম ভিন্ন। এই জন্য এই ওয়েবসাইটে প্রচুর ফ্রিল্যান্সার কাজ করে থাকে। প্রতিদিন হাজার হাজার ডলার ইনকাম করে।
এই সাইটের অসুবিধা
এখন এই ধরনের টাকা ইনকাম ওয়েবসাইট গুলোর প্রধান সমস্যা হলো অনেক বেশী প্রতিযোগিতা করে কাজ নিতে হয়।
যখন একটা কাজের জন্য নতুন একজন বিট করে আবার ঐ কাজের জন্য অভিজ্ঞ একজন বিট করে তখন দেখা যায় নতুন দের কাজ পাওয়া অনেক কঠিন হয়ে যায়।
নতুন অবস্থায় সব কাজে apply না করে Stater ক্যাটাগরির কাজ গুলো করে অভিজ্ঞতা নিতে হবে।
আপওয়ার্ক – টাকা ইনকাম করার ওয়েবসাইট
এখন বর্তমান সময়ে টাকা ইনকাম করার ওয়েবসাইট গুলোর মধ্যে আপওয়ার্ক সব থেকে বেশী জনপ্রিয়। এই ওয়েবসাইট কে ব্যাবহার করে অনেক বড় বড় প্রোজেক্ট এর জন্য ফ্রিল্যান্সার হায়ার করা হয়ে থাকে।
ওয়েব ডিজাইন করা বা SEO করার জন্য এই ওয়েবসাইট থেকে ফ্রিল্যান্সার নিয়ে থাকে অনেক কোম্পানি।
এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার জন্য আপনার দক্ষতা থাকতে হবে। এই টাকা ইনকাম করার ওয়েবসাইট এ প্রায় সব ধরনের কাজ আছে।
যেই কাজ এর উপর আপনার দক্ষতা আছে সেই কাজ করে তার বিনিময়ে টাকা ইনকাম করতে পারেন।
কি কি কাজ পাওয়া যায়
এই অনলাইনে টাকা ইনকাম করার ওয়েবসাইট এ আপনি বিভিন্ন ক্যাটাগরির কয়েক শত কাজ পাবেন।
এ সব জব এর মধ্যে upwork.com এ সব থেকে বেশী জনপ্রিয় job গুলো হলো web design, graphic design, seo optimisation, content writing এছাড়াও আরো বেশ কিছু কাজ।
যেহেতু এ গুলো সব professional job তাই আপনি এই কাজ এর জন্য টাকা অনেক বেশী পাবেন।
আপওয়ার্ক এর সুবিধা
আপওয়ার্ক হলো Stater friendly মানে হলো এই ওয়েবসাইট থেকে নতুন অবস্থায় অতো বেশী সমস্যায় পড়তে হয় না।
এই টাকা ইনকাম করার ওয়েবসাইট এর এমন অনেক নিয়ম আছে যেগুলো নতুনদের জন্য উপকারে আসে।
ফ্রি তে গিগ দিতে দেয় এই ওয়েবসাইটে। তাছাড়া কাজ পাওয়ার জন্য বিট করতে হয় না।
আপওয়ার্ক এর অসুবিধা
এই টাকা ইনকাম করার ওয়েবসাইট এ যেহেতু অনেক সুবিধা দেয় তাই এই সাইটে অনেক Stater আসে।
যারা আসলেই কোন কাজ পারে না কিন্তু গিগ দিয়ে রাখে এই জন্য ক্লায়েন্ট এর একটু অসুবিধা হয়। আসল দক্ষ মানুষ খুজে বের করতে।
একই কাজের জন্য যদি দশটা গিগ থাকে তাহলে আপনার গিগ যেন সবার সামনে আসে সেই কাজ করতে হবে। মানে গিগ promote করতে হবে। বা আপনাকে আপনার গিগ seo করতে হবে। তার না হলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে।
ফাইভার- টাকা ইনকাম করার ওয়েবসাইট
যারা গ্রাফিক্স ডিজাইন বা animation করে থাকেন তাদের কাছে অনলাইন থেকে টাকা ইনকাম করার সেরা ওয়েবসাইট হলো ফাইভার।
আপনার যদি গ্রাফিক্স ডিজাইন এর কোন একটাতে ভালো দক্ষতা থাকে তাহলে আপনাকে বিট করে অনেক কঠিন। কারণ আপনি ফাইভার থেকে ক্লায়েন্ট জোগার করে অনেক টাকা উপার্জন করতে পারবেন।
সব থেকে জনপ্রিয় ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার ওয়েবসাইট হলো ফাইভার। যেখানে এমন কোন কাজ নেই যে আপনি পাবেন না। সব ধরনের কাজ এর জন্য ফাইভার সবার কাছে প্রিয়।
বিশেষ করে গ্রাফিক্স সেক্টর এর কাজ সব থেকে বেশী এই সাইটে sell হয়ে থাকে। আপনি আপনার skill কে ব্যাবহার করে টাকা ইনকাম করতে পারেন।
কাজ পাওয়ার উপায়
প্রথমত আপনাকে fiverr.com এ একটা একাউন্ট তৈরি করতে হবে। এবং যাবতীয় তথ্য দিয়ে প্রোফাইল সুন্দর করে সাজাতে হবে।
এর পরে আপনার যে বিষয়ে দক্ষতা রয়েছে সেই বিষয়ের উপর গিগ তৈরি করে দিবেন। নতুন একাউন্ট এ একসাথে 5 টা গিগ দেওয়া যায়। আপনি সব কয়টা গিগ দিবেন একই skill এর উপর।
এর পর আপনার গিগ দেখে ক্লায়েন্ট কাজ করিয়ে নিতে চাইলে আপনি তার সাথে সরাসরি কথা বলতে পারবেন। কথা বলে কাজ confirm করে তার পর আপনাকে কাজ করতে হবে।
ফাইভার এর সুবিধা
ফাইভার বিগেনার friendly তার মানে নতুনদের জন্য এই টাকা ইনকাম করার ওয়েবসাইট খুব ভালো। এখানে আপনি আপনার প্রথম কাজ শুরু করতে পারেন।
ফাইভার এ সব ধরনের কাজ পাওয়া যায়। এই সাইটে নতুন নতুন ক্যাটাগরি add হচ্ছে। আপনি আপনার ফ্রিল্যান্সিং যাত্রা এখান থেকে শুরু করতে পারেন।
আপনি আপনার দক্ষতা দিয়ে ফাইভার এ একটা strong প্রোফাইল তৈরি করতে পারবেন। এভাবে আপনি আস্তে আস্তে আপনার দক্ষতা তৈরি করতে পারেন।
ফাইভার এর অসুবিধা
আপনি যখন যে কোন অনলাইন টাকা ইনকাম করার ওয়েবসাইট এ কাজ করতে যাবেন তখন একটাই সমস্যা দেখবেন। সেটা হলো কাজের থেকে ফ্রিল্যান্সার বেশী।
সেই জন্য সব খানেই comparison একটু বেশী করতে হবে। আপনার যদি skill থাকে তাহলে আপনার জন্য এটা খুব বেশি কঠিন হবে না।
ডিজিটাল মার্কেটিং
মূলত ডিজিটাল মার্কেট টাকা ইনকাম করার কোন ওয়েবসাইট না এটা হলো টাকা ইনকাম করার একটা মাধ্যম।
আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে তো ডিজিটাল মার্কেটিং এর নাম শুনে থাকবেন।
ডিজিটাল মার্কেটিং করে মূলত কোন কোম্পানি বা প্রোডাক্ট এর প্রচারণা করা হয়। তো আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তা হলে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম করতে পারেন।
যদি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন তাহলে আপনাকে মার্কেটিং রিলেটেড বিভিন্ন কাজ করতে হবে।
আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে এটা ফ্রি বা youtube এ শিখতে পারবেন না। এটা শেখার জন্য আপনাকে অবশ্যই কোন কোর্স কিনতে হবে।
ডিজিটাল মার্কেটিং কিভাবে করবেন কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন সেটা নিয়ে আমার একটা আর্টিকেল লেখা আছে দেখে নিবেন।
ডিজাইন মার্কেটিং এর কাজ
ডিজিটাল মার্কেট এর কাজ হলো আপনাকে কোন প্রোডাক্ট বিক্রির জন্য সবার কাছে অনলাইন এর মাধ্যমে পৌছে দেওয়া। এটা আপনাকে শিখতে হবে আপনি যত ভালো করে শিখতে পারবেন আপনি তত বেশী কাজ পাবেন। ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবেন
ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনাকে কোর্স নিতে হবে। তাছাড়া আমাদের দেশে ডিজিটাল মার্কেট এর উপর বিশ্ববিদ্যালয়ে কোন কোর্স নেই।
যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর ডিগ্রী নিতে চান তাহলে দেশের বাইরে যেতে হবে।
ডিজিটাল মার্কেটিং এর অসুবিধা
ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনি যদি ভালো কোন কোর্স কিনতে চান তাহলে দেখবেন এই কোর্স এর দাম অনেক বেশী।
প্রথম অবস্থায় আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্স নেওয়া একটু কষ্টকর। যদিও একবার এটা শিখে নিতে পারেন তাহলে পরে অনেক টাকা ইনকাম করছে পারেন।
সাটারস্টক – টাকা ইনকাম করার ওয়েবসাইট
এমন অনেক মানুষ আছে যারা শখ করে ফটোগ্রাফি করে। যারা ফটোগ্রাফি করতে ভালো বাসে তাদের জন্য এই টাকা ইনকাম করার ওয়েবসাইট।
এই ওয়েবসাইট এর মাধ্যমে আপনি ক্যামেরার মাধ্যমে তোলা ফটো বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন।
এই ওয়েবসাইট থেকে প্রচুর মানুষ ফটো বিক্রি করে লক্ষ টাকা ইনকাম করছে। আপনি যদি ভালো ফটো তুলতে পারেন তাহলে আপনি এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন।
আপনি এই ওয়েবসাইট থেকে মোবাইল ফটোগ্রাফি করে আয় করতে পারবেন। আজকের দিনে অনেক মানুষ তাদের শখ কে টাকা ইনকাম এর মাধ্যম হিসেবে তৈরি করেছে।
সাটারস্টক থেকে টাকা ইনকাম করার উপায়
প্রথমত আপনাকে অনেক সুন্দর ফটো তুলতে হবে। এর পরে আপনাকে সেই ফটো এই ওয়েবসাইটে আপলোড করে রাখতে হবে।
যখন কেই আপনার ফটো পছন্দ করবে তখন আপনার সেই ফটো নির্ধারিত টাকার বিনিময়ে কিনে নিবে। এভাবে আপনি এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন।
এই টাকা ইনকাম করার ওয়েবসাইট থেকে ইনকাম করার এটাই সব থেকে ভালো উপায়।
মোবাইল দিয়ে ইনকাম হবে
এই ওয়েবসাইট এ আপনি মোবাইল দিয়ে ফটোগ্রাফি করে আয় করতে পারবেন। তবে ফটো অনেক সুন্দর হতে হবে। তা না হলে আপনার ফটো sell হবে না।
মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন সেটা দেখে নিয়ে সুন্দর করে ফটো click করতে হবে। যাতে হবে সবার থেকে আপনার ফটো ভিন্ন হয়। আপনার ফটো দেখে যে ক্লায়েন্ট এর পছন্দ হয় এভাবে মোবাইল ফটোগ্রাফি করতে হবে।
সাটারস্টক এর সুবিধা
এই সাইট থেকে অনেক টাকা উপার্জন করা সম্ভব কারণ আপনার একটা ফটো যদি sell হতে থাকে তাহলে সেই একটা ফটো অনেক বার sell হয়।
তার মানে আপনার একটা ফটো অসংখ্য বা বিক্রি করতে পারবেন। এভাবে অনেক টাকা ইনকাম করা সম্ভব এই ওয়েবসাইট থেকে।
সাটারস্টক এর অসুবিধা
এই সাইট এ একটা সমস্যা হলো আপনার ফটো একদম perfect হতে হবে। তা না হলে আপনার ফটো তারা approve করবে না।
তাই আপনি যদি এই সাইট থেকে টাকা ইনকাম করতে চান তাহলে ভালো করে ফটোগ্রাফি শিখতে হবে।
আপনি যে ফটো এই সাইটে বিক্রি করার জন্য আপলোড করবেন সেই পোস্ট আর অন্য কোন টাকা ইনকাম করার ওয়েবসাইট এ আপলোড করা যাবে না।
টাকা ইনকাম করার ওয়েবসাইট সম্পর্কে ভুল ধারণা
বন্ধুরা, অনলাইন থেকে টাকা ইনকাম করা আমাদের কাছে একটা সপ্ন। এর কারণ হলো আপনি যখনই অনলাইন থেকে টাকা ইনকাম করতে শুরু করবেন তখন আপনি বাসায় বসে টাকা ইনকাম করতে শুরু করবেন। বাসায় বসে টাকা ইনকাম করার এই ব্যাপার টার জন্যই অনেকেই অনলাইন থেকে টাকা ইনকাম এর প্রতি অনেক আগ্রহী।
সবাই অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাইলেও দিন শেষে সবাই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারে না। এর কারণ হলো কেউ কেউ মনে করে যে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য কোন দক্ষতা বা skill এর দরকার হয় না।
আপনিও যদি এমন মনে করেন তাহলে আমি বলবো আপনি বোকার সর্গে বাস করছেন।
মানুষের মনে এমন ধারণা হওয়ার কারণ হলো কিছু অসাধু youtuber আর অসাধু ব্লগার যারা অনেক মিষ্টি করে বলে যে কোন রকম দক্ষতা ছারাই অনলাইন থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন।
অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য আপনার অবসই দক্ষতার দরকার হবে। আপনার সেই দক্ষতার বিনিময়ে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।
অপনার এমন কোন দক্ষতা থাকতে হবে যেটা আপনি অনলাইন এর মাধ্যমে অন্যদের দিতে পারবেন। তখন আপনাকে payment দেওয়া হবে।
যদি আপনি কিছু নাই করতে পারবেন বা আপনার কোন দক্ষতা না থাকবে তখন কেউ কেন আপনাকে টাকা দিবে।
আমার সাজেশন থাকবে আপনি একটা নির্দিষ্ট কাজে দক্ষ হয়ে নিন। এর পরে তার বিনিময়ে অনলাইন থেকে টাকা ইনকাম করুন।
বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায়
এমন অনেকেই চাই যে অনলাইন থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে। কিন্তু খুব সহজে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় সেটা অনেকেই জানি না।
সহজে টাকা ইনকাম করার ওয়েবসাইট সম্পর্কে আপনারা এই খানে জানতে পারবেন। এতক্ষণ আপনাদের যে সব সাইট সম্পর্কে বললাম সেখানে টাকা ইনকাম করার জন্য কোন একটা বিষয়ের উপর দক্ষতা থাকতে হবে।
কিন্ত এই খানে বলা সাইট গুলোতে কাজ করার জন্য আপনার কোন দক্ষতার দরকার হবে না। আপনি টাকা ইনকাম করতে পারবেন।
তবে এই সব ওয়েবসাইট থেকে খুব বেশী পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন না। কারণ এই কাজ গুলো খুব সহজ আর কম সময় দিয়ে করতে পারেন।
তবে পকেট খরচ এর টাকা ইনকাম করার জন্য এই ওয়েবসাইট এ কাজ করতে পারেন।
গিভ এ ওয়ার্ক – টাকা ইনকাম করার ওয়েবসাইট
এটা একটা micro job site এই সাইট এ কাজ করে আপনি আপনার হাত খরচ এর টাকা ইনকাম করতে পারবেন।
আমাদের দেশের অনেকেই এই টাকা ইনকাম করার ওয়েবসাইট এ কাজ করছে নিয়মিত। এই সাইটে কাজ করে দিনে 500-1000 টাকা ইনকাম করা সম্ভব।
খব সহজ আর কম সময়ের এই সব কাজের বিনিময়ে টাকা ইনকাম করতে চাইলে এই সাইটে ভিজিট করে একাউন্ট তৈরি করে নিন।
কিভাবে একাউন্ট করবেন?
এই টাকা ইনকাম করার ওয়েবসাইট এ কিভাবে একাউন্ট করবেন সেটা নিচে দেখিয়ে দেওয়া হলো। আপনি এখান থেকে দেখে দেখে একাউন্ট তৈরি করলে বোনাস পাবেন।
- একাউন্ট তৈরি করার জন্য এখানে ক্লিক করে এই ওয়েবসাইটের রেজিস্ট্রেশন পেজে যেতে হবে।
- এর পরে fast name, last name, email address ও পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করতে হবে।
কিভাবে টাকা ইনকাম করবেন:
এই টাকা ইনকাম করার ওয়েবসাইট এ একাউন্ট তৈরি করার পরে কাজ করতে হবে। এই সাইটে দেখতে পাবেন বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে। যেমন:
- Subscribe করা
- ফেসবুক লাইক করা
- রেফার করা
- App ডাউনলোড করা
- Website visit করা
- Ad click করা
আরো অনেক কাজ আছে সেগুলো করতে হবে
কাজ এর নিয়ম ভালো করে পড়ে নিবেন। এর পর কাজ করতে হবে। ভালো করে কাজটা সম্পূর্ণ করার পরে প্রমান দিতে হবে। এর পরে আপনাকে payment দেওয়া হবে।
কিভাবে টাকা তুলবেন:
এই সাইট থেকে ইনকাম করা টাকা হাতে নেওয়ার জন্য আপনার কাছে বেশ কয়েকটা অপশন আছে। যেটা আপনার কাছে সুবিধার মনে হয় সেটা ব্যাবহার করে টাকা হাতে নিতে পারবেন। যে যে মাধ্যমে টাকা তুলতে পারেন তা হলো:
- বিকাশ
- নগদ
- রকেট
- Paytm
- Phonepe
- Google pay
- Skrill
- PayPal
- Airtel payment bank
- Tether
- Payeer
- Zelle
আরো কয়েক টা মেথড ব্যাবহার করে টাকা আপনার পকেটে নিতে পারবেন। এই টাকা ইনকাম করার সাইট থেকে payment নেওয়ার জন্য কোন ঝামেলা করতে হবে না।
টাকা ইনকাম করার ওয়েবসাইট এর সুবিধা
এই সাইট থেকে টাকা ইনকাম করার একটা বিরাট সুবিধা হলো এটা করা খুব সহজ। আপনার কাছে যদি একটা মোবাইল থাকে তাহলেই আপনি এই সাইট থেকে ইনকাম করতে পারবেন।
এই সাইট এ কাজ করার জন্য কোন দক্ষতার দরকার হয় না। আপনি যদি ইন্টারনেট use করতে পারেন তাহলেই এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন।
আপনি যদি একজন student হয়ে থাকেন আর একটু অতিরিক্ত টাকা উপার্জন করতে চান তাহলে আপনি এই ওয়েবসাইট এ কাজ করতে পারেন।
এই সাইটের অসুবিধা
এই টাকা ইনকাম করার ওয়েবসাইট এর একটা সমস্যা হলো এখান থেকে আপনি সারাদিনে 500 থেকে সর্বোচ্চ 700 টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি বেশী টাকা ইনকাম করতে চান তাহলে আপনার জন্য এই সাইট নয়।
আর এই সাইটে থেকে passive income করা সম্ভব নয়। আপনি যদি কাজ করেন তাহলে ইনকাম কবে। যদি কাজ না করতে পারেন তাহলে ইনকাম কবে না।
Passive ইনকাম এর ক্ষেত্রে তা হয় না। কাজ না করলেও ইনকাম হতেই থাকে।
শেষের কথা
আমি এই বিরাট একটা আর্টিকেলে টাকা ইনকাম করার ওয়েবসাইট নিয়ে কথা বলেছি। আপনি যদি সিরিয়াস ভাবে অনলাইন থেকে কাজ করে ইনকাম করতে চান তাহলে উপরে বলা সাইটে কাজ করবেন।
আর যদি কম সময়ের জন্য কিছু টাকা ইনকাম করতে চান তাহলে give a job সাইট এ কাজ করতে পারেন।
আপনার কাছে যদি এই আর্টিকেল helpful মনে হয় তাহলে আপনার যে বন্ধু অনলাইনে টাকা ইনকাম করতে চায় তার কাছে শেয়ার করে দিবেন।
যদি আমার কোথাও ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন। আপনার মতামত কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করবেন।.
إرسال تعليق